শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


১০০ বছরের প্রাচীন মসজিদ ধ্বংস করল মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
ডেস্ক

মিয়ানমারের কর্তৃপক্ষের নির্দেশে সেদেশের রাখাইন রাজ্যের মংডু শহরের এক’শ বছরের অধিক প্রাচীন মসজিদ ধ্বংস করা হয়েছে। মিয়ানমারের কর্তৃপক্ষ তাদের পদ্ধতিগত পরিকল্পনার মাধ্যমে মুসলমানদের এই ঐতিহাসিক মসজিদটি ধ্বংস করেছে।

এই মসজিদটি মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যের মংডু শহরের অদূরে 'দারঘা' গ্রামে ছিলো। মিয়ানমারের কর্তৃপক্ষের নির্দেশে ১০০ বছরের অধিক প্রাচীন এই মসজিদটি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে।

'দারঘা' গ্রামের অধিকাংশ বাড়িই কাঠ এবং বাঁশ দিয়ে নির্মাণ করা। কিন্তু এই প্রাচীন মসজিদটি ইট এবং সিমেন্ট দিয়ে নির্মাণ করা ছিলো।

এক রোহিঙ্গা কর্মী এ ব্যাপারে বলেন, আমার তৃতীয় পূর্ব পুরুষ এই মসজিদটি নির্মাণ করেছিলেন। ব্রিটিশ উপনিবেশবাদের অবস্থানের পূর্বে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে।

উল্লেখ্য, মিয়ানমারের উত্তরপশ্চিমাঞ্চলের মুসলিম অধ্যুষিত এলাকায় চরমপন্থি বৌদ্ধ এবং মিয়ানমারের সেনাবাহিনী ও পুলিশরা হামলা চালিয়ে বেশ কয়েকটি প্রাচীন মসজিদ ধ্বংস করেছে। সূত্র : ইকনা।


সম্পর্কিত খবর