শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


মেলার নতুন বই যাচাই করা হবে যাতে ধর্মীয় ও জাতীয় মূল্যবোধে আঘাত না থাকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবারে আসন্ন বইমেলায় আসা নতুন বইগুলো বাংলা একাডেমি যাচাই বাচাই করে দেখবে, যাতে করে কোন বই ধর্মীয়, সামাজিক ও জাতীয় মূল্যবোধে আঘাত না করতে পারে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে অমর একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত এক সমন্বয় সভায় এ কথা জানান ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, আসন্ন অমর একুশে বইমেলায় লেখক এবং প্রকাশকদের বিশেষ নিরাপত্তা দেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

তবে বিশেষ নিরাপত্তা পেতে হলে সংশ্লিষ্ট লেখক কিংবা প্রকাশককে অবশ্যই মেলায় ডিএমপি’র কন্ট্রোলরুমে যোগাযোগ করতে হবে বলে তিনি জানান।

আছাদুজ্জামান মিয়া বলেন, যদি কোন লেখক ও প্রকাশকের বিশেষ নিরাপত্তার প্রয়োজন হয়, তাহলে মেলায় স্থাপিত পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করতে হবে। প্রয়োজনে তাদের বিশেষ নিরাপত্তা দেওয়া হবে।

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) দেবদাস ভট্টাচার্য, যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় সহ ডিএমপি’র অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বাংলা একাডেমি কর্তৃপক্ষ, লেখক ও প্রকাশক সংস্থার প্রতিনিধিসহ সরকারী বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ