বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


সুইডেনের মসজিদে ইসলাম বিদ্বেষীদের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলাম বিদ্বেষীরা হামলা চালিয়ে মসজিদের দেয়াল ও দরজায় ভাঙ্গা ক্রুশের ছবি এঁকেছে। মসজিদের কর্তৃপক্ষ প্রবেশ দ্বারে ভাঙ্গা ক্রুশের ছবি ফেসবুকে পোস্ট করেছে।

মসজিদের পেশ ইমাম মাহমুদ খালাফী বলেন: ইসলাম বিদ্বেষীরা ব্যাপকভাবে এই হামলা চালিয়েছে। মসজিদের দেয়াল ও প্রবেশদ্বার ছাড়াও মসজিদের ভিতরে এবং সিঁড়িতে স্প্রে'র দাগ রয়েছে।

তিনি বলেন: ২০১৭ সালে এই মসজিদে মোট ২২ বার হামলা চালানো হয়েছে।

মাহমুদ খালাফী আরও বলেন: এপর্যন্ত আমরা বেশ কয়েকবার এই মসজিদে নিরাপত্তা ক্যামেরা লাগানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষে নিকট আহ্বান জানিয়েছি। কিন্তু আমাদেরকে নিরাপত্তা ক্যামেরা লাগানোর জন্য অনুমতি দেয়া হয়নি। এই সমস্যা সমাধানের জন্য আমারা কর্তৃপক্ষের সাথে সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।

সুইডেনে কয়েক দিন পূর্বে ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারে (শিয়াদের সবথেকে বড় ইসলামিক কেন্দ্র ও মসজিদ) উগ্রবাদীদের হামলার ফলে আগুন লাগে। এছাড়াও সুইডেনের দক্ষিণপশ্চিম কার্ল্স্তাদের মসজিদে গতমাসে সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়েছে। সূত্র: ইকনা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ