বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
আমিরকে শোকজ করা প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের বক্তব্য বাংলাদেশ খেলাফত মজলিসের লিডারশিপ প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত জামি'আ ইকরায় উচ্চতর উলুমে হাদিস বিভাগের যাত্রা শুরু সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই

সারাদেশে ১ হাজার ১০ টি ইবতেদায়ি মাদরাসা করবে ইসলামিক ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দীনী শিক্ষা ও দীনী দাওয়াতের ভূমিকা অপরিসীম। দীনী শিক্ষার প্রচার ও প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রায় ১ হাজার ১০টি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এই মাদ্রাসাগুলো সারা দেশব্যাপী দীনী শিক্ষার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ (২২ জানুয়ারি, সোমবার) সকালে ইসলামিক ফাউন্ডেশন বায়তুৃল মুকাররমস্থ সভাকক্ষে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের সাথে এক মতবিনিময় সভায়  ইসলামিক ফাউন্ডেশনের মহা পরিচালক শামীম মোহাম্মদ আফজাল এই তথ্য জানান।

এ সময় তিনি ইসলামের সঠিক দর্শন জাতির সামনে তুলে ধরার ব্যাপারে সাংবাদিকদের সহায়তা কামনা করেন।

মতবিনিময় সভায়  রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দ বলেন, মিডিয়া হচ্ছে যোগাযোগের একটি মাধ্যম। জাতি উপকৃত হবে এমন কিছু বার্তা সাংবাদিকরা প্রচার করে থাকে। প্রকৃত সাংবাদিকরা কখনোই সাংবাদিকতার নীতিমালার বাইরে গিয়ে কোন কাজ করেন না।

তারা বলেন, ইসলামের সঠিক বার্তা প্রচারে ইসলামিক ফাউন্ডেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দেশের সকল উপজেলায় ৫৬০ টি মডেল মসজিদ ও সারা দেশে ১ হাজার দশটি দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগকে প্রশংসনীয় উদ্যোগ বলে উল্লেখ করেন সাংবাদিক নেতারা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের সভাপতি ফয়েজ উল্লাহ ভূইয়া, সাধারন সম্পাদক উবায়দুল্লাহ বাদল, অর্থ সম্পাদক রকীবুল হক, নির্বাহী সদস্য এইচ এম জামাল উদ্দিন, মো: শাহ আলম নূরসহ রিলিজয়াস রিপোর্টার্স ফোরামের সদস্যবৃন্দ ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ