শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


কাবুলে বিলাসবহুল হোটেলে হামলা,বহু হতাহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টালে হামলা করেছে বন্দুকধারীরা। অন্তত চারজন হামলাকারী শনিবার স্থানীয় সময় রাত নয়টার দিকে হোটেলটিতে ঢুকে পড়ে ।পরে আফগানিস্তানের বিশেষ বাহিনীর সঙ্গে লড়াইয়ে দুই হামলাকারী নিহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। সংবাদ বিবিসি-এর।

কর্মকর্তারা জানিয়েছেন, বন্দুকধারীদের হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। তবে স্থানীয় গণমাধ্যমগুলো কয়েকজন নিহত হয়েছে বলে খবর দিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, নিরাপত্তারক্ষীদের দিকে গুলি করতে করতে হামলাকারীরা হোটেলে ঢুকে পড়ে। চারজন অস্ত্রধারী হোটেলের ভেতর ঢুকে অতিথিদের দিকে গুলি করতে শুরু করেছিল বলে এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন।

স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, হোটেলটিতে এ সময় তথ্যপ্রযুক্তি বিষয়ক একটি সম্মেলন চলছিল, যেখানে দেশটির বিভিন্ন প্রদেশ থেকে আসা কর্মকর্তারা যোগ দিয়েছিলেন।

এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, হোটেলটিতে অস্ত্রধারীরা কয়েকজনকে জিম্মি করেছে। যদিও এই তথ্য পুরোপুরি যাচাই করা সম্ভব হয়নি।

হোটেল ইন্টারকন্টিনেন্টাল সরকারি প্রতিষ্ঠান। এটি মূলত বিয়ে, সম্মেলন ও রাজনৈতিক কর্মসূচির জন্য আয়োজকরা ভাড়া নেয়।

২০১১ সালে একবার তালেবানরা এখানে হামলা করেছিল। সে সময়ে নয় হামলাকারীসহ অন্তত ২১ জন নিহত হয়েছিলেন।


সম্পর্কিত খবর