শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


হিজাব পরায় ইতালির আদালত ছাড়তে হল নারী উকিলকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  মাথায় রুমাল বা স্কার্ফ পরার কারণে ইতালির একজন মুসলিম নারী উকিলকে আদালত থেকে বের করে দেয়া হয়েছে।

সম্প্রতি বোলোগনা শহরে মুসলিম-বিদ্বেষী ও বৈষম্যমূলক এই ঘটনা ঘটেছে।

আসমা বিলফিকির নামের এই আইনজীবীকে সেখানকার সরকারি জজ বা বিচারপতি বলেছেন, আদালতের কাজে অংশ নিতে চাইলে তিনি যেন ইসলামী শালীন পোশাক বা হিজাব ও মাথায় রুমাল ব্যবহার না করেন।

কিন্তু মরোক্কোর বংশোদ্ভূত ২৫ বছর বয়স্ক আসমা হিজাব মেনে চলাকেই প্রাধান্য দিয়েছেন। তিনি ইতালীয় বিচারপতির এই নির্দেশকে ইসলাম-বিদ্বেষী ও অপেশাদারসুলভ বলে প্রতিবাদ জানিয়েছেন।

তথাকথিত সাম্য ও গণতন্ত্রের দাবিদার পশ্চিমা দেশগুলোতে ইসলাম-বিদ্বেষী সরকারি নীতিমালা সেখানকার মুসলিম নাগরিকদের জীবনে নানা সংকট সৃষ্টি করছে।  সূত্র : পার্সটুডে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ