শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


আফরিনে হামলা চালাবে তুরস্ক; রাশিয়ার অনুমতি পার্থনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফরিন শহরে সামরিক অভিযান চালাতে চায় তুরস্ক। আর এর জন্য রাশিয়ার অনুমতি প্রত্যাশা করছে দেশটি। আমেরিকার সঙ্গে সৃষ্ট উত্তেজনা থেকে তুরস্ক সামরিক অভিযান চালাতে চাচ্ছে বলে জানা গেছে।

আফরিন এলাকাটি মার্কিন সমর্থিত সিরিয়ার কুর্দি গেরিলাদের নিয়ন্ত্রণে রয়েছে। তুর্কি সম্ভাব্য অভিযানের বিরোধিতা করছে আমরিকা।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু গতকাল (বৃহস্পতিবার) বলেছেন, তার দেশের সেনাপ্রধান আসন্ন বিমান হামলা নিয়ে রাশিয়ার সামরিক বাহিনীর প্রধানের সঙ্গে আলোচনা করার জন্য মস্কো গেছেন।

চাভুসওগ্লু জানান, আফরিনে বিমান হামলা চালানোর জন্য রাশিয়া ও ইরানের সমর্থন লাভের অংশ হিসেবে তুর্কি চিফ অব স্টাফ হুলুসি আকর মস্কো সফর করছেন। এছাড়া, আফরিনে রুশ বিশেষজ্ঞদের উপস্থিতিও একটি গুরুত্বপূর্ণ ইস্যু যা নিয়ে আলোচনা করা দরকার।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যখন আমরা একটি সামরিক অভিযান চালাব তখন তা নিয়ে আলোচনা করা প্রয়োজন যাতে রুশ বিশেষজ্ঞদের ওপর কোনো প্রভাব না পড়ে।” তিনি জানান, ইরান ও রাশিয়ার আকাশসীমা নিয়েও আংকারা আলোচনা করছে। পার্সটুডে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ