বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


নির্বাচন বন্ধ হওয়ায় ইসি’র গ্রহণ যোগ্যতা প্রশ্নবিদ্ধ: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাইকোর্টের রায়ে ঢাকা উত্তর সিটি উপ-নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার প্রতিক্রিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, এতে করে নির্বাচন কমিশনের দুর্বলতা ও ব্যর্থতা প্রমাণিত হয়েছে।

নির্বাচন কমিশনের খামখেয়ালীর ফলে তাদের গ্রহণযোগ্যতা আবারো প্রশ্নবিদ্ধ হলো। ঢাকা সিটি করপোরেশনের মতো এমন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন নিয়ে যে অযোগ্যতা ও অদক্ষতার পরিচয় দিয়েছেন তাতে এদের পক্ষে জাতীয় নির্বাচন পরিচালনা কতোটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে।

গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চরমোনাই পীর এসব কথা বলেন।

তিনি বলেন, সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন না করে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন অদক্ষতার পরিচয় দিয়েছে। ভবিষ্যতে জাতীয় নির্বাচন করতে পারবে কিনা সেই যোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করেছে তাদের এই ব্যার্থতা।

উল্লেখ, ঢাকা উত্তর সিটি করপোরেশ উপ-নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে বারী মাসউদ গতকালই নির্বাচন কমিশনে মনোনয় পত্র উত্তোলনের জন্য গিয়েছিলেন। কিন্তু মনোনয়ন তোলার আগেই হাইকোর্ট কর্তক তিন মাসের জন্য নির্বাচন স্থগিত করা হয়।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ