শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


আজ বিএনপির ম‌নোনয়ন ফরম বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে রোববার দলের মনোনয়ন ফরম বিক্রি করবে বিএনপি। ওই দিন সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ ফরম পাওয়া যাবে।

গতকাল শনিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগ্রহী প্রার্থীদের পাঁচ হাজার টাকা জমা দিয়ে এ মনোনয়ন ফরম সংগ্রহ করতে বলা হয়েছে।

আজ শনিবার রাত ৯টা ৪০ মিনিটে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (পদাধিকারবলে), গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার ও রফিকুল ইসলাম মিয়া।

জানা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদের উপনির্বাচনে বিএনপি দলীয় তিনজন  মেয়র পদে নির্বাচন করার ইচ্ছে প্রকাশ করেছেন। তারা হলেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আওয়াল মিন্টুর ছেলে ক্রীড়া সংগঠক তাবিথ আওয়াল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আরেক সদস্য শাকিল ওয়াহিদ।

এই তিনজনের মধ্যে ২০১৫ সালে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি থেকে মেয়র পদে প্রার্থী হওয়া তাবিথ আউয়ালের নাম বেশি আলোচিত হচ্ছে। তবে, এখনও চূড়ান্ত হয়নি মেয়র পদে কে বিএনপির প্রার্থী হবেন।

আজ রাতে অনুষ্ঠিতব্য স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়া প্রার্থী ঠিক করবেন। পরে  দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকা সিটি উত্তরের উপনির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করার কথা বিএনপির।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ