শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


অনশনের চতুর্থ দিন: অসুস্থ ১০৬ শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইবতেদায়ি মাদরাসাগুলোকে জাতীয় করণের দাবিতে প্রেসক্লাবে চলছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির আমরণ অনশন। অনশনের চতুর্থ দিনে অসুস্থ হয়ে পড়েছেন ১০৬ জন শিক্ষক।

৩১ ডিসেম্বরের মধ্যে দাবি মেনে না নেওয়াও ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত অবস্থান কর্মসূচির পর গত মঙ্গলবার ৯ জানুয়ারি থেকে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন ইবতেদায়ি শিক্ষরা।

শুক্রবার বিকেলে প্রেসক্লাবে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে খোলা জায়গায় শুয়ে আছে অনশনকারীরা। তীব্র শীতের কারণে অসুস্থতার প্রকোপ আরো বেড়ে গেছে।

সংগঠনের মহাসচিব মোখলেছুর রহমান বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। এভাবে আর কতদিন বাঁচা যায়। তাই জাতীয়করনের ঘোষণা না আসা পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছি।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ