শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভূমিধসে নিহত ১৫, আহত ৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা প্রদেশে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে ১৫ জন নিহত এবং আহত হয়েছেন অন্তত ৫০ জন। পুলিশের এক উর্ধতন কর্মকর্তা বলেন, এটা যেন বিশ্বযুদ্ধের যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।

অগ্নি বিভাগের মুখপাত্র মাইক এলিয়াসন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজকে জানান, স্থানীয় সময় সকাল ২টা ৩০ এ ভারী বৃষ্টিপাতের থেকে বন্যার সৃষ্টি হয়েছে। পাশাপাশি ভূমিধসের কারণে আহত প্রায় ১৬৩ জনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজন। পশ্চিম বারবারার রোমেনো ক্যানন অঞ্চলে প্রায় ৩০০ জনেরও বেশি লোক আটকা পরেছে।

তিনি আরও জানান, পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বারবারার আশেপাশের এলাকাগুলোতে কাদায় আটকে পড়া গাড়িতে আগুন লেগে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় এলাকাগুলোতে দমকলকর্মীরা দ্রুত পৌছে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। এ সময় দমকলকর্মীরা ১৪ বছর বয়সী এক মেয়েকে উদ্ধার করে। ভূমিধসে মেয়েটি চাপা পড়েছিল বলে জানিয়েছে লস এঞ্জেলস টাইমস। এবিসি নিউজ,


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ