শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


কাকরাইল মসজিদে যেভাবে কাটছে মাওলানা সাদের সময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব ইজতেমায় অংশ নেয়ার জন্য তাবলিগ জামাতের দিল্লির মারকাজের জিম্মাদার মাওলানা সাদ কান্ধলভী কাকরাইল মারকাজে অবস্থান করছেন।

সেখানে নামাজ, বিভিন্ন ইবাদত ও সাথীদের সঙ্গে ইজতেমা ও দাওয়াতি মেহনত নিয়ে কথোপকথনে সময় কাটছে।

এদিকে তার এস্তেকবালে থাকা একজন সাথী জানান, মাওলানা সাদ কান্ধলভি দুপুরে দেশি মাছ ও মুরগির ঝাল ফ্রাই দিয়ে খাবার খেয়েছেন। কাকরাইল মারকাজে এই মুহূর্তে কিছু মুরব্বি ও সাথী ছাড়া বেশি মানুষ নেই বলে জানা গেছে।

জানা যায়, মাওলানা সাদ যথাসময়ে দুপুরের খাবার খেয়েছেন। সাদা ভাতের সঙ্গে দেশি মাছ ও মুরগির ফ্রাই দিয়ে খাবার গ্রহণ করেছেন। এর আগে যখন তিনি বাংলাদেশে এসেছিলেন তখন জাতীয় মাছ ইলিশ খেয়েছিলেন।

গতকাল ব্যাপক বিক্ষোভের মুখেই তিনি বিশ্ব ইজতেমায় অংশ নিতে বাংলাদেশে আসেন। আসার পর তাকে ইজতেমায় যেতে দেওয়া হবে না এমন দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়। এর প্রেক্ষিতে আজ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আলেম উলামা, প্রশাসন ও তাবলিগের শুরার সদস্যদের বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয় তিনি আগামী কাল দিল্লি চলে যাবেন এবং ইজতেমায় অংশ নিবেন না।

‘জন্মের পরই আমার বিছানায় একটা সাপ এসে পড়েছিল’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ