শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


পবিত্র মক্কা নগরীতে সমকামী বিয়ে, অংশগ্রহণে সৌদি যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সমকামী বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণকারী কয়েকজন সৌদি যুবককে গ্রেফতার করেছে সৌদি আরবের পুলিশ। গত সপ্তাহে 'সমকামী বিয়ের দৃশ্য' নামক এক ভিডিও চিত্রে তাদেরকে দেখা গিয়েছিল। বিবিসির সংবাদ।

ভিডিওতে তাদেরকে বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। তাদের একজনকে কনের লম্বা পোষাক পরিহিত অবস্থায় ছিল বলে সন্দেহ করা হচ্ছে বলে জানায় পুলিশ।

সোমবার রাতে মক্কা পুলিশ জানায়, তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ার জন্য তাদের মামলা প্রসিকিউটরের কাছে পাঠানো হয়েছে।

তবে পুলিশ তাদের পরিচয় সম্পর্কে কিছু বলেনি এবং তাদেরকে কী ধরণের অভিযোগ আনা হয়েছে সে ব্যাপারেও জানায়নি কিছু।
পুলিশ জানায়, শুক্রবার পবিত্র নগরী মক্কার একটি রিসোর্টে সমকামী বিয়ের অনুষ্ঠিত হওয়া মানুষকে হতবাক করেছে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানায়, মানুষের লিঙ্গ পরিচয় ভিত্তিক যৌন সম্পর্ক নিয়ে সৌদি আরবে কোন ধরণের লিখিত আইন নেই। তবে বিবাহ বহির্ভূত সম্পর্ক, সমকামীতা সহ অন্যান্য নিষিদ্ধ কর্মকাণ্ডের জন্য বিচারক ইসলামি শরীয়ার দ্বারস্ত হন।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে সৌদি পুলিশ ৩৫ জন তৃতীয় লিঙ্গের নারীকে গ্রেফতার করে। যারা ছিলেন পাকিস্তানি নাগরিক।

তাদের মধ্যে একজন মিনু বাজি আটক থাকা অবস্থায় মারা যান। তার পরিবার দাবী করে, মিনুর শরীরে নির্যাতনের চিহ্ন ছিল। তবে সৌদি কর্তৃপক্ষ জানায়, হৃদরোগে মারা যান তিনি।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ