শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


গ্রীসে শরিয়াহ আইন প্রয়োগের নীতি পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: গ্রীসের সংসদ মঙ্গলবার ‘ইসলামী শরিয়াহ আইন’ দেশটির মুসলিম সংখ্যালঘুদের জন্য ঐচ্ছিক করে দিয়েছে। এর মাধ্যমে মুসলিমদের ঐতিহ্যগত এই শরিয়াহ আইন প্রয়োগের নীতি পরিবর্তন করলো সরকার।

গ্রীসের বামপন্থী প্রধানমন্ত্রী আলেক্সিস সাইপ্রাস এই ঐচ্ছিক মুসলিম শরিয়াহ আইনকে ঐতিহাসিক পদক্ষেপ বলে অভিহিত করে বলেন, ‘এই ঐচ্ছিক আইন সমস্ত গ্রীসবাসিদের জন্য নিরপেক্ষতা ও সমতার উদাহরণ।’

এর আগে দেশটির মুসলিম সম্প্রদায় নানা সমস্যা সমাধানে ইসলামি আইনে অভিজ্ঞদের নিকট যেতো। পারিবারিক আইন, তালাক, উত্তরাধিকারের মতো বিষয়গুলির জন্য মুফতি সাহেবদের নিকট গেলে প্রায়ই মহিলাদের বিপক্ষে বৈষম্যমূলক সিদ্ধান্ত দেয়ার অভিযোগ পাওয়া যায়। এই সব অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসলামি শরিয়াহ আইন ঐচ্ছিক করে দিয়েছে সরকার।

উল্লেখ্য, ১৯২০ সাল থেকে গ্রিসের মুসলমানদের জন্য আলাদাভাবে ইসলামি শরিয়াহ আইন বাস্তবায়িত হওয়ার পর ২০১৩ সাল থেকে শুধুমাত্র একজন মুফতি সাহেবের সিদ্ধান্তে মুসলিমদের জন্য আইন নির্ধারণ করা হয়। এই বছর থেকে মুসলিম শরিয়াহ আইন ঐচ্ছিক করে দিলো দেশটির সরকার। এএফপি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ