শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


রোববার বসছে বছরের প্রথম সংসদ অধিবেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামীকাল রোববার। দশম জাতীয় সংসদের উনবিংশতম অধিবেশন এটি। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওইদিন বিকেল ৪টায় সংবিধানের বিধান অনুযায়ী ভাষণ দেবেন। রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ অধিবেশন মুলতবি করা হবে। এরপর অধিবেশন শুরু হলে প্রধান হুইপ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনবেন। পরে সংসদ সদস্যরা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করবেন।

তবে এবার অধিবেশনে গত বছরের মতো কিছুটা ব্যতিক্রম হবে। প্রতিবারের মত এবারও মন্ত্রিসভার ঠিক করে দেওয়া ভাষণের সংক্ষিপ্তসার পড়বেন রাষ্ট্রপতি।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, চলমান সংসদের কোনো সংসদ সদস্যের মৃত্যু হলে অধিবেশনে শোক প্রস্তাব গ্রহণের পর বৈঠক মুলতবি হয়। মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী মো. ছায়েদুল হক এবং গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদের মৃত্যুতে অধিবেশনে শোক প্রস্তাব গ্রহণ হবে। রাষ্ট্রপতির ভাষণ সাংবিধানিক নিয়ম। তাই শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন কিছু সময়ের জন্য মুলতবি হবে। সন্ধ্যা ছয়টায় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি।

রোববার বিকেল ৩টায় অধিবেশন শুরুর আগে সংসদের কার্যক্রম ঠিক করতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটি বৈঠকে বসবে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বৈঠকে অংশ নেবেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ