শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬


কাবুলে আত্মঘাতি হামলায় নিহত ১১; প্রত্যক্ষদর্শীদের দাবি ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাবুলে ফের ভয়াবহ আত্মঘাতী বোমা বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন বোমা বিষ্ফোরণে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। আর আহত হয়েছেন ২৫ জন।

স্থানীয় সময়ানুসারে বৃহস্পতিবার রাত ৮.৩০টার দিকে এই বিস্ফোরণ ঘটে বলে জানা যায়।

জানা যায়, কাবুলের বানায়ি এলাকায় পুলিশের একটি গাড়ির কাছাকাছি অবস্থানে এ হামলা চালানো হয়।

এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলায় কমপক্ষে ১১ জন প্রাণ হারিয়েছে এবং এখন পর্যন্ত ২৫ জন আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গত এক মাসে কাবুলে পৃথক সন্ত্রাসী ও আত্মঘাতী হামলায় প্রায় ১০০ জনের মত নিহত হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ