মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


ইরান নিয়ে নেতানিয়াহুর অদ্ভূত খায়েশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের বর্তমান সরকার পতন হলে নাকি দেশটির জনগণ আবারো ইসরাইলি নাগরিকদের বন্ধুতে পরিণত হবে। এমনটাই দাবি করেছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তার দাবি, সরকারই ইসরালের সঙ্গে বিরোধ তৈরি করে রেখেছেন কিন্তু জনগণ তা চায় না।

রাশিয়ার স্পুৎনিক বার্তা সংস্থার বরাত দিয়ে সিরিয়ার আল-মাসদার এ খবর দিয়েছে।

সম্প্রতি টুইটারে দেয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ইরানের এই সরকার আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে রেখেছে কিন্তু তারা সফল হবে না। যখন এই সরকারের চূড়ান্তভাবে পতন হবে এবং একদিন তা হবেও তখন ইরান ও ইসরাইলের জনগণ আবারো মহান বন্ধুতে পরিণত হবে।

তিনি আমি ইরানি জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষার কথাও জানান।

এদিকে ইরান অভিযোগ করেছে, দেশটির জনগণকে সরকারের প্রতি যুদ্ধে উস্কে দিচ্ছে ইসরায়েল। তবে ইরানের এই অভিযোগকে হাস্যকর বলে মন্তব্য করেন নেতানিয়াহু।

কাবুলে আত্মঘাতি হামলায় নিহত ১১; প্রত্যক্ষদর্শীদের দাবি ২০


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ