শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


আসামের মুসলমানদেরকে রোহিঙ্গা পরিণতির দিকে ঠেলে দেয়া হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, ভারতের আসামে প্রায় এক কোটি ঊনচল্লিশ লাখ মুসলমান ও বাংলা ভাষাভাষীদেরকে নাগরিকত্বহীন করার ষড়যন্ত্র করা হচ্ছে।

আসামের মুসলমানদেরকে রোহিঙ্গা মুসলিমদের মত পরিণতির দিকে ঠেলে দেয়া হচ্ছে। তিনি বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়ে বলেন, সরকারকে এ ব্যাপারে এখনই সজাগ হতে হবে এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদের নাগরিক অধিকার নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে।

মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান বলেন, দেশে খেলাফত কায়েম করতে হলে খেলাফত আন্দোলনের প্রতিটি কর্মীকে তাকওয়া ভিত্তিক জীবন গড়তে হবে এবং হাফেজ্জীর মিশন বাস্তবায়নে তরুন প্রজন্মকে আদর্শ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে।

আজ শুক্রবার বিকাল ৩টায় বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরীর আওতাধীন মতিঝিল থানা কমিটি পুনর্গঠন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. মুফাচ্ছির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মোঃ. জাকির হোসেন, মো. শাহীনুর আলম আকন্দ প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ