শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


নন-এমপিও শিক্ষকদের সাথে সরকার অমানবিক আচরণ করছে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, আন্দোলনরত নন-এমপিও শিক্ষকদের দাবী শতভাগ যৌক্তিক। অথচ সরকার তাদের সাথে অমানবিক আচরণ করছে।

অধ্যক্ষ মাওলানা ইসহাক বলেন, শতশত শিক্ষক কয়েকদিন যাবৎ অনশন কর্মসূচী পালন করে যাচ্ছে। প্রেসক্লাবের সমানে খোলা আকাশের নীচে পড়ে আছে। অনশন পালনরতবনহু শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু সরকার তাদের দাবী মেনে নেয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দিচ্ছে না।

অভুক্ত শিক্ষক কর্মচারীদের যৌক্তিক দাবীর প্রতি সরকার কর্ণপাত করছে না। তিনি বলেন, অবিলম্বে নন-এমপিও শিক্ষকদের দাবী মেনে নিতে হবে। নন-এমপিও সকল শিক্ষক-কর্মচারীকে এমপিওভূক্ত করতে হবে।

গতকাল বুধবার সন্ধায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবর রহমান, যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, শেখ গোলাম আসগর, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মুক্তিযোদ্ধা শফিউল আলম, মাওলানা আহমদ আলী কাসেমী, এডভোকেট মোঃ মিজানুর রহমান, অধ্যাপক আবদুল হালিম, অধ্যাপক মো: আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মাওলানা তোফাজ্জল হোসনে মিয়াজী, মাওলানা আজিজুল হক প্রমুখ।

এ্সএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ