শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


থার্টি ফার্স্ট নাইটে ইন্দোনেশিয়ায় ভিন্ন আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক

গতকাল সোমবার ছিলো খ্রিস্টীয় বর্ষের প্রথম দিন। সারা পৃথিবীতে মানুষ নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নিয়েছে। যার অধিকাংশই পৃথিবীর কোনো ধর্ম অনুমোদন করে না।

কিন্তু ইন্দোনেশিয়ায় বর্ষবরণে করা হলো ভিন্ন এক আয়োজন। যা পাপের পরিবর্তে পূণ্য হিসেবে গণ্য হতে পারে।

কাল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় গণবিয়ের আয়োজন করা হয়। জাকার্তা সিটি করপোরেশনের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৯০০ নারী-পুরুষ বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়।

নবদম্পতির জন্য সেখানে স্থাপন করা হয় বিশেষ তাঁবু। সরকারি কর্মকর্তারা যুগলদের বিয়েসংশ্লিষ্ট সবকিছুর তত্ত্বাবধায়ন করেন। অনুষ্ঠান দেশের ঐতিহ্যবাহী ও জাতীয় গান পরিবেশন করা হয়।

অনেক কনে রঙ-বেরঙের হিজাব, আবার অনেক স্বামী তাদের কোমরে ইন্দোনেশিয়ার সমাজের ঐতিহ্যবাহী ছুরিও বহন করছিলেন।

অনুষ্ঠানে বর হিসেবে অংশ নেয়া ৩৮ বছর বয়সী হারদিন জিস বলেন, আমাদের ইচ্ছা ছিল স্বরণীয় করে রাখার মত অভিজ্ঞতা। আমরা তা পেয়েছি। আমরা এখানের অংশ নেয়ার সিদ্ধান্ত নেয়াতে খুব খুশি।

তার স্ত্রী জানায়, অনুষ্ঠানআয়োজনের জন্য তারা শহর কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ।

জাকার্তার গভর্নর আনিস বিবাহিত নারী-পুরুষদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিবছর বর্ষবরণে এ ধরনের অনুষ্ঠান হবে। প্রত্যেক যুগলকে স্বর্ণের উপঢৌকন দেয়ার জন্য শহরকর্তৃপক্ষ বিভিন্ন দাতাদের থেকে দানও গ্রহণ করে।

তথ্যসূত্র : স্পুটনিক


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ