বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৫


রোহিঙ্গা ক্যাম্পে ২য় বারের চলছে ৪০ দিন ব্যাপী ফ্রি আরবি প্রশিক্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ২য় বারের মত চলছে ৪০'দিন ব্যাপী ফ্রি নূরানী আরবি প্রশিক্ষণ। প্রশিক্ষণটির ব্যবস্থাপনায় রয়েছে নূরানী তা'লীমুল কোরআন বোর্ড চট্টগ্রাম (হাটহাজারী)।

লম্বাশিয়া নতুন মারকায সংলগ্ন হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন হিফয মাদরাসায় প্রশিক্ষণ উদ্ভোধন করেন নূরানী বোর্ডের মহাসচিব হাটহাজারী মাদরাসা'র সিনিয়র উস্তায আল্লামা মুফতী জসিম উদ্দীন।

প্রশিক্ষক হিসেবে আছেন মাওলানা আবছার কামাল এবং মাওলানা নুরুল আলম।

শুরুতে বিভিন্ন ক্যাম্পের মসজিদ মক্তব মাদরাসার ১৮৫ জন ইমাম উস্তাজ ভর্তি হলেও এখন নিয়মিত রয়েছে প্রায় ১০০-১১০ জন হাফেজ আলেম।

Image may contain: 2 people, indoor

হাটহাজারী বোর্ডের এই নূরানী আরবী প্রশিক্ষণ শেষ হলে মুহাজির শিশুদের সহীহ্ কোরআর শিক্ষায় যতেষ্ট ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রশিক্ষণ এর জন্য নিয়তিত ফি নিলেও এখানে সম্পুর্ণ ফ্রি পরিচালনা করছেন বোর্ড। এর বাইরে দ্বীনদার মানুষের সহযোগিতায় ২'বেলা খাবারেরও ব্যবস্থা হচ্ছে বলে জানা যায়।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ