শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


করিমগঞ্জে প্রথম স্থানে পানাহার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের, ২নং ওয়ার্ডের ‘পানাহার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা’ ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৭ তে করিমগঞ্জ উপজেলায় ১ম স্থান অধিকার করেছে।

উক্ত পরীক্ষায় ১জন গোল্ডেন এ+ সহ শতভাগ পাশে গৌরবান্নিত হয়েছে বলে জানা যায়।

প্রতিষ্ঠানটি ১৯৮১ ইং সালে পানাহার গ্রামের প্রবীন শিক্ষক আলহাজ্ব আব্দুল কাদের মাস্টার (৯০) প্রতিষ্ঠিত করেন। এবং ১৯৮৪ ইং সালে মঞ্জুরী পেয়ে সেখান থেকেই ২০০৯ ইং সাল পর্যন্ত প্রতি বছর বৃত্তিতে এবং ২০১০ ইং সাল হতে ২০১৭ ইং সাল পর্যন্ত ‘ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায়’ প্রতি বছর করিমগঞ্জ উপজেলায় ১মস্থান অধিকার করে আসছে।

গোল্ডেন এ-প্লাস অর্জনকারী মোঃ দিলোয়ার হোসেনের পিতা মো. মাজহারুল ইসলাম, ও উক্ত মাদরাসার শিক্ষকবৃন্দ সাফল্যের এ দ্বারা যেন অব্যহত থাকে এজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এসএস/


সম্পর্কিত খবর