বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


এতিম অনাথ অসহায়দের মাঝে হেরার আলো পাঠাগারের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এ এস এম মাহমুদ হাসান
বিশেষ প্রতিবেদক
ঢাকার মিরপুরের ৬নং সেকশনে অবস্থিত মসজিদ -ই-বাইতুল ফালাহ ভিত্তিক পরিচালিত হেরার আলো ইসলামী পাঠাগার এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মানবীয় এক পদক্ষেপ গ্রহণ করে ঢাকাসহ প্রত্যন্ত অঞ্চলে অসহায় মানুষের মাঝে গতকাল থেকে বিতরণ শুরু করেছে ।

সে লক্ষে উক্ত পাঠাগারের প্রধান উপদেষ্টা জনাব এম, এ মালেক সাহেব ও অত্র পাঠাগারের সেক্রেটারী হাফেজ মাওলানা মুফতী সাইদ আহমাদেন সরাসরি সম্পৃক্তার মাধ্যমে ঢাকার হেমায়েতপুর, গাজীপুরের এরশাদ নগরের বাস্তুহারায় এবং শ্রীপুরের বরমীতে কম্বল, সুয়েটার, টি শার্টসহ নানান কাপড় ও শীত বস্ত্র দান করেন।

এদিকে তাহাদেরই তত্তাবধানে হেরার আলো ইসলামী পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্যদের আরো দুটি কাফেলা গঠন করে রাঙ্গামাটি ও কক্সবাজারের উখিয়াতে প্রেরণ করা হয় , এবং সেখানে তারা শত শত কম্বল ও সুয়েটার বিতরণ করেন ।

পাঠাগারের পরিচালক হাফেজ মাওলানা মাহমুদুল হাসানের সঙ্গে কথা বলার সময় তিনি  আওযার ইসলামকে জানান, আগামী ৫ জানুয়ারী দিনাজপুর, খুলনা ও সাতক্ষীরাসহ আরো অনেক জায়গায় শীত বস্ত্র বিতরণ করবেন।

ইতোপুর্বে তারা রোহিঙ্গাদের জন্য লক্ষ লক্ষ টাকা দান করেছেন বলেও জানা যায়।

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ