বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


রাশিয়া-যুক্তরাষ্ট্র সহযোগিতা আরো বাড়বে : ট্রাম্পকে পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল শনিবার ক্রেমলিন জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আশা প্রকাশ করেছেন, সামনে দিনগুলোতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরো বাড়বে। নতুন বছর উপলক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেলিগ্রাম পাঠিয়ে এই আশাবাদ ব্যক্ত করেন প্রেসিডেন্ট পুতিন।

প্রেসিডেন্ট ট্রাম্পকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, বিশ্বের স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে গঠনমূলক সংলাপ দরকার। সমতা ও পারস্পারিক শ্রদ্ধার ভিত্তিতে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী সুসম্পর্ক গড়ে উঠতে পারে বলে মনে করেন প্রেসিডেন্ট পুতিন।

তিনি জোর দিয়ে বলেন, বিশ্বের নিরাপত্তা ও চ্যালেঞ্জ মোকাবেলায় এবং কৌশলগত স্থিতিশীলতা বৃদ্ধিতে দুই দেশের মধ্যে গঠনমূলক আলোচনার বিকল্প নেই। বর্তমানে দেশ দুটির মধ্যে সম্পর্ক খুব একটা ভাল নেই।

যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ আছে এবং এ নিয়ে মার্কিন বিচার বিভাগের তদন্ত কমিটি তদন্ত করছে।

খবর: টাইমস অব ইন্ডিয়া

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ