শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


ভারতীয় সংসদে তো কেবল আপনাকেই মুসলমান দেখলাম!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ মাদানী: ভারতের প্রসিদ্ধ আলেমে দ্বীন ও ফকীহ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এর মুখপাত্র মাওলানা খালেদ সাইফুল্লাহ রাহমানী ভারতের জাতীয় সংসদে বিতর্কিত ‘তিন তালাক বিলে’র উপর এমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি কতৃক জোরদার প্রতিবাদকে স্বাগত জানিয়ে স্থানীয় এক মিডিয়ার সাক্ষাতকারে আসাদুদ্দিন ওয়াইসিকে লক্ষ্য করে বলেন, ‘সংসদে তো আপনাকে একাই মুসলমান দেখলাম।’

খালেদ সাইফুল্লাহ রাহমানীর মুখে এমন ভূয়সী প্রশংসা শুনে তিনি তৎক্ষণাৎ কেঁদে দেন এবং বলেন যে, সংসদে অন্য কোনো মুসলিম সদস্য আমাকে সমর্থন করে নি৷ যদি কিছু মসলিম সদস্যরাও আমাকে সমর্থন দিতো তাহলে আজ বিষয়টি এমন না হয়ে ভিন্ন কিছুও হতে পারতো৷ কিন্তু তিন তালাককে অযৌক্তিক সাব্যস্ত করার বিপক্ষে অন্য আর কোনো মুসলিম সদস্য না থাকায় বিল পাশ হয়েই গেলো মুসলিমদের বিরুদ্ধে৷

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ভারতের লোকসভায় তিন তালাককে অযৌক্তিক সাব্যস্ত করে বিল পাশ করার প্রাক্কালে পার্লামেন্টের মুসলিম সদস্যদের মধ্য হতে কেবল আসাদুদ্দিন ওয়াইসিই এর প্রতিবাদ করেন৷ বাকী ২২ জন মুসলিম সংসদ সদস্যদের কেউই এর প্রতিবাদ জানাননি৷ যদিও আরো দুইজন হিন্দু সংসদ সদস্যও প্রতিবাদ জানিয়েছিলেন এই রায়ের৷

মিল্লাত টাইমস

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ