শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

প্রথমে হিন্দু রোহিঙ্গাদের কেন ফেরত নিচ্ছে মিয়ানমার?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ২২ জানুয়ারি থেকে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হবে৷ তবে মিয়ানমার ঘোষণা দিয়েছে যে, তারা শুরুতে মাত্র ৪৫০ জন হিন্দু রোহিঙ্গাকে ফেরত নেবে৷ মিয়ানমারের এই ঘোষণা কেন? এর নেপথ্যেই বা কী?

বুধবার মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী ড. উইন মিয়াত আইয়ি নেপিদোতে মিয়ানমারের জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধির সঙ্গে বৈঠকে জানিয়েছেন, প্রত্যাবাসনের প্রথম ধাপে, অর্থাৎ ২২ জানুয়ারি ৪৫০ জন হিন্দু শরণার্থীকে বাংলাদেশ থেকে ফেরত নেয়া হবে৷

মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইটস অফ মিয়ানমার এ খবর দিয়ে বলেছে, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পুরো প্রত্যাবাসন প্রক্রিয়াকে স্বচ্ছ রাখার তাগিদ দিয়েছেন৷

এদিকে প্রথম দফায় ফেরত পাঠানোর জন্য প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর নাম তালিকাভূক্ত করেছে বাংলাদেশ৷

শুক্রবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, ‘‘আগামী ২২ জানুয়ারির মধ্যে এক লাখ রোহিঙ্গাকে মিয়ানমারের ফেরত পাঠানো হবে৷ এ জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার৷ ইতিমধ্যে এর জন্য একটি ‘ওয়ার্কিং গ্রুপ' গঠন করা হয়েছে৷ ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে আজ-কালের মধ্যে এক লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমার সরকারকে হস্তান্তর করা হবে৷''

তিনি আরো বলেন, ‘‘আমরা মনে করি, রোহিঙ্গারা সম্মানের সঙ্গে মিয়ানমারে ফেরত যাবে৷ এ জন্য প্রত্যাবাসন চুক্তি ও ‘ওয়ার্কিং গ্রুপ' গঠন করা হয়েছে৷ এই দল দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের মিয়ানমারের ফিরিয়ে নেওয়ার কাজ করছে৷ শেখ হাসিনার সরকার যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের নিরাপদে এবং নিজ দেশে ফেরত পাঠাবে৷ সেজন্য জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতায় কাজ করে যাচ্ছে যৌথ বা ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ'৷''

রাখাইনে নির্যাতনের মুখে ২৫ আগস্ট থেকে বাংলাদেশে ৬ লাখ ৪০ হাজার রোহিঙ্গা শরণার্থী এসেছে বাংলাদেশে৷ রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই হয় গত ২৩ নভেম্বর৷ সেখানে দু'মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত নেয়ার কথা বলা হয়৷

এছাড়া দু'সপ্তাহের মধ্যে একটি যৌথ ‘ওয়ার্কিং গ্রুপ' গঠনের কথা বলা হলেও, তা গঠন করতে লেগে যায় তিন সপ্তাহ৷ তারা এখন কাজ করছেন৷ কিন্তু রোহিঙ্গাদের ফেরত নিতে যে ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট' চুক্তি হওয়ার কথা, তা এখনো হয়নি৷ এমনকি মিয়ানমার বা বাংলাদেশের কোনো অংশই ঐ ‘ওয়ার্কিং গ্রুপ' পরিদর্শন করেনি৷ বাংলাদেশ চাইছে ১৫ জানুয়ারির মধ্যে যেন এই ‘ওয়ার্কিং গ্রুপ'-এর বৈঠক হয়৷

মিয়ানমারে বাংলাদেশের সাবেক ডিফেন্স এটাশে মেজর জেনারেল (অব.) শহীদুল হক ডয়চে ভেলেকে বলেন, ‘‘এখন পর্যন্ত যা কাজ হয়েছে তাতে ২২ জানুয়ারি থেকে প্রকৃত অর্থে রোহিঙ্গাদের ফেরত নেয়ার বাস্তব অবস্থা তৈরি হয়নি৷ তাঁদের নিয়ে কেথায় রাখা হবে, তাঁদের নিরপত্তা ও অধিকার কী হবে – তা কিছুই নিশ্চিত নয়৷ তাই ২২ জানুয়ারি ৪৫০ জন হিন্দু রোহিঙ্গাকে ফেরত নেয়ার ঘোষণা দিয়ে মিয়ানমার একটা চালবাজি করছে৷ তারা চাইছে আন্তর্জাতিক চাপ কমাতে৷ আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখাতে৷ এখন তো সু চির ওপরও নিষেধাজ্ঞা আরোপের কথা উঠছে৷ আসলে মুসলিম রোহিঙ্গাদের ফেরত নেয়ার কোনো ইচ্ছা মিয়ানমারের আছে বলে আমার মনে হয় না৷''

তিনি আরো বলেন, ‘‘এই ৪৫০ জন হিন্দু রোহিঙ্গাদের নিয়েও কোথায় রাখা হবে, তা আমরা জানি না৷ আমার ধারণা, হিন্দুপাড়া সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাখা হবে৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যম যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে, নিরাপত্তার কারণে রোহিঙ্গাদের বড় একটি অংশ ফেরত যেতে চায় না৷''

মিয়ানমার থেকে পালিয়ে আসা হিন্দু রোহিঙ্গাদের বড় অংশটি আশ্রয় নিয়েছে কুতুপালং হরিমন্দির এলকায়৷ ওই এলাকায় মোট ৩৯৭টি পরিবার আশ্রয় নিয়েছে৷ মন্দিরের সাধারণ সম্পাদক বাবুল শর্মার বাড়ির সামনেও আশ্রয় নিয়েছে ১৮টি পরিবার৷

তিনি জানান, ‘‘এখানে আশ্রয় নেয়া হিন্দু রোহিঙ্গারা মিয়ানমারে তাঁদের আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখছেন৷ তাঁরাও নিজস্ব উধ্যোগে তালিকা পাঠাচ্ছেন মিয়ানমারে৷ তাঁরা জানেন যে, হিন্দু রোহিঙ্গাদের আগে ফেরত নেয়া হবে৷ তাঁরা প্রায় সবাই মিয়ানমারে ফিরে যেতে চান৷''

২৩ নভেম্বরের সমঝোতা স্মারক অনুযায়ী, মিয়ানমার ২০১৬ সালের ৯ অক্টোবরের ও এ বছরের ২৫ আগস্টের পর যাঁরা বাংলাদেশে পালিয়ে এসেছেন, তাঁদের ফেরত নেবে৷ মিয়ানমারে ফেরত নেয়ার পর রোহিঙ্গাদের প্রথমে সাময়িক আশ্রয় কেন্দ্রে রাখা হবে৷ স্মারক সই করা হয়েছে ১৯৯২ সালে রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের চুক্তির আলোকে৷

এবারের সমঝোতা স্মারক মিয়ানমার শেষ পর্যন্ত মানলে বাংলাদেশ থেকে তারা সাত লাখের মতো রোহিঙ্গা ফেরত নেবে৷ কিন্তু বাংলাদেশে এখন রোহিঙ্গা শরণার্থী আছে সাড়ে ১১ লাখ৷ ২০১৬ সালের আগে আসা চার লাখ রোহিঙ্গা ফেরত নেয়ার কোনো কথা চুক্তিতে নেই৷

সূত্র: ডয়েচেভেলে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ