সোমবার, ০৬ মে ২০২৪ ।। ২৩ বৈশাখ ১৪৩১ ।। ২৭ শাওয়াল ১৪৪৫


‘কয়েন দান করে মসজিদ কমিটিকে বিপদে ফেলবেন না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এক, দুই ও পাচঁ টাকার কয়েন দান করে মসজিদ কমিটিকে বিপদে না ফেলার আহ্বান জানিয়েছেন খতিব মাওলানা আবুল বাশার।

২৯ ডিসেম্বর শুক্রবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ মসজিদে খুতবার পূর্বে মুসল্লিদের উদ্দেশে এ আহবান জানান তিনি।

মাওলানা আবুল বাশার বলেন, এক, দুই ও পাচঁ টাকার কয়েন এখন কেউ আর নেয় না। ওইসব টাকা বা পয়সা দান করে মদজিদ কমিটিকে বিপদে ফেলবেন না। সপ্তাহে অন্তত দুই কাপ চয়ের দাম ১০ টাকা দান করবেন।

তিনি আরও বলেন, খুচরা নোট ও কয়েন অনেক টাকা জমা পড়ে আছে। দোকানদারদের একশ’ টাকা দিয়ে ৮০ টাকা নিতে হয়। তাই আমার অনুরোধ যাদের পক্ষে সপ্তাহে ১০ টাকা দান করা সম্ভব নয় তারা দুই সপ্তাহ মিলে ১০ টাকা দান করে মসজিদের উন্নয়নে শরিক হবেন।

উল্লেখ্য, গতকাল এ বয়ানের সময় হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ