বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


বর্ণাঢ্য আয়োজনে বাড্ডায় সিরাতগ্রন্থ ও ক্যালিগ্রাফি প্রদর্শনী শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সালমান সাদ
প্রদর্শনী থেকে

রাজধানীর বাড্ডায় সপ্তাহব্যাপী পবিত্র কুরআন ও সিরাত বিষয়ক গ্রন্থ এবং ক্যালিগ্রাফি প্রদর্শনী শুরু হয়েছে।

আজ ২৯ ডিসেম্বর বিকেল ৩টায় বাড্ডার আদর্শনগরে মাকতাবাতুল ইসলাম মিলনায়তনে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।  চলবে ৫ জানুয়ারি ২০১৮ পর্যন্ত।

ব্যতিক্রমী এ আয়োজনের উদ্যোক্তা অভিজাত প্রকাশনা সংস্থা মাকতাবাতুল ইসলাম ও মাকতাবাতুল আযহার।

সপ্তাহব্যাপী এ আয়োজনে থাকছে উন্মুক্ত আলোচনা, পুরস্কার বিতরণী, পাঠচক্র ও নতুন বইয়ের মোড়ক উন্মোচনসহ লেখক পাঠক ও ক্যালিগ্রাফি শিল্পীদের মিলনমেলা।

প্রদর্শনী উদ্বোধন করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির ও জামিয়া নূরিয়া কামরাঙ্গীর চরের প্রিন্সিপাল হাফেজ মাওলানা কারী শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন লেখক গবেষক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মাদরাসাতুস সুফফার প্রিন্সিপাল মাওলানা আবু তাহের রাহমানী, কিশোর স্বপ্ন সম্পাদক মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী, আবদুস সাত্তার আইনী, ক্যালিগ্রাফি শিল্পী সাইফুল ইসলাম ও আরিফুর রহমান।

উদ্বোধনকালে মাওলানা কারী শাহ আতাউল্লাহ বিন হাফেজ্জী বলেন, আজকের আয়োজনে আমি অভিভূত। এমন সুন্দর আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন। আমাদের দেশে ভালো কাজের মূল্যায়ন কম বলে মানুষের মধ্যে ভালো কাজের আগ্রহ কম। এমন আয়োজন তরুণদের মাঝে আশা জাগাবে বলে আমার বিশ্বাস।

অনুষ্ঠানে স্বাগত ভাষণে মাকতাবাতুল ইসলামের সত্ত্বাধিকারী মাওলানা আহমাদ গালিব বলেন, তরুণ প্রজন্মের লেখক ও শিল্পীদের মাঝে রাসুল সা. এর আদর্শ ছড়িয়ে দিতেই আজকের এ আয়োজন। আমরা চাই, তরুণ প্রজন্ম রাসুল সা. কে নিয়ে আরও বেশি চর্চা করুক।

তিনি আরও বলেন, ক্যালিগ্রাফি ইসলামি শিল্পের অন্যতম দিক। আমাদের দেশে ক্যালিগ্রাফি চর্চায় তরুণরা এগিয়ে আসছে। এজন্য উৎসাহ ও যথাযথ মূল্যায়নের অভাব রয়েছে বলে আমরা মনে করি। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্পটি বাংলাদেশে খুবই সম্ভাবনাময়।

তিনি তরুণ লেখক ও শিল্পীদের সহযোগিতায় এগিয়ে আসতে সবশ্রেণির মানুষের প্রতি আহবান জানান।

এছাড়াও উদ্বোধনী এ সময়ের আলোচিত লেখক, প্রকাশক, সম্পাদক, ইমাম, খতিব, সাংবাদিক, সিরাত গবেষক, কবি, শিল্পী, ছড়াকার ও তালিবুল ইলমগণ উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে রয়েছে সাইফুল ইসলাম, আরিফুর রহমান, মাহবুব মুর্শিদ, তকি হাসান, সুমাইয়া তকি, ওসমান হায়াত, মুহিব্বুল্লাহ গালিব ও বেলাল হুসেনের ক্যালিগ্রাফি।

প্রদর্শনীতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে শতাধিক প্রকার গ্রন্থে ৬০% পর্যন্ত মূল্যছাড়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।

বিস্তারিত জানতে লাইক দিয়ে কানেক্ট থাকুন মাকতাবাতুল ইসলামের ফেসবুক পেইজে maktabatul islam

নিচের ভিডিওতে ক্লিক করে শুনুন উদ্বোধনী অনুষ্ঠানে মুহাম্মদ যাইনুল আবিদীনের বক্তব্য

https://www.facebook.com/taqi.hasan.37/videos/909391635890418/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ