শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


এবার মোবাইল নিয়ে সতর্ক করলেন মুফতি সৈয়দ ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহীন বিন শফিক, কুমিল্লা প্রতিনিধি: বাংলাদেশ মুজাহিদ কমিটির নায়েবে আমীরুল মুজাহিদ্বীন শাইখুল হাদিস আল্লামা মুফতি সাইয়্যেদ ফয়জুল করীম বলেছেন, মোবাইল একটি ভয়াবহ ফেতনা। যা যুব সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। মোবাইলের কারনে যুবকদের পড়ালেখার ক্ষতি হচ্ছে, চরিত্র নষ্ট হচ্ছে।

তিনি বলেন, অনেকে মোবাইলের মাধ্যমে পরকীয়ায় আসক্ত হয়ে সংসারে অশান্তি ডেকে আনছে। তাই মোবাইলের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

কুমিল্লা জেলা মুজাহিদ কমিটির ব্যবস্থাপনায়, কুমিল্লা বিশ্বরোড আক্রাম আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম আরো বলেন, ‘সুন্নত হল ফরজ ইবাদাতের পাহারাদার, ফরজ ঠিক মত পালনের জন্য অবশ্যই সুন্নাতের অনুসরণ করতে হবে। যারা শুধু ফরজ মানে, সুন্নত অস্বীকার করে তারা গোমরাহ

তিনি বলেন, দুনিয়া-আখিরাতে সফল হতে হলে এবং হাশরের ময়দানে রাসুল সা. এর সুপারিশ পেতে হলে সুন্নাতের অনুসরণের বিকল্প নেই’।

আলহাজ্ব কামরুল হাসান খোকনের সভাপতিত্বে উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বয়ান করেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি কুমিল্লা উত্তরের সাধারণ সম্পাদক, মাওলানা মুজাম্মিল হক ফারুকী, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সহকারী প্রশিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, কুমিল্লা সদরের যশপুর মাদ্রাসার মুদাররিস মাওলানা আমানুল্লাহ, মাওলানা হাফেজ আহমদসহ দেশবরেণ্য আরো বহু ওলামায়ে কেরাম।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ