বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানী ঢাকার আওয়ামী লীগ নেতা মিনহাজুল আবেদিনকে গ্রেফতার করা হয়েছে। আটক মিনহাজ  ভাষানটেক থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক।

একই দিন ভিন্ন অভিযানে আরও ১৪জনকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার বিকেলে ভাষানটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভাষানটেক থানার পুলিশ বলে, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে পিআরপি স্কুলের পেছনের মাদকের স্পটে অভিযান চালিয়ে ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর ছাব্বির আহম্মদের নেতৃত্বে পুলিশের একাধিক দল ১৪ জনকে আটক করে।

প্রায় একই সময় ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের বাসা থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতা মিনহাজুল আবদিনকে গ্রেফতার করে।

রাতে ভাষানটেক থানার ওসি মীর ছাব্বির আহম্মদ স্বেচ্ছাসেবক লীগের নেতা মিনহাজুলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিনহাজুল আবদিন মাদক ব্যবসা নিয়ন্ত্রণও করেন এবং নিজেও মাদক সেবন করেন। তাঁর বিরুদ্ধে ভাষানটেক থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

আগামীকাল বুধবার তাঁকে আদালতে পাঠানো হবে। এ ছাড়া পিআরপি স্কুলের আশপাশ থেকে অন্তত ১৪ জনকে আটক করা হয়েছে।

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ