শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

সোহরাওয়ার্দী উদ্যানে আজ থেকে শুরু দাওয়াতুন্নবী সা. মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন: দাওয়াতুননবী সা. উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত দুইদিন ব্যাপি মাহফিল আজ মঙ্গলবার শুরু হবে।

জানা যায়, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইদিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল।

এতে  দ্বিতীয় দিন ২৭ ডিসেম্বর প্রধান অতিথি হিসেবে বয়ান ও আখেরী মুনাজাত করবেন আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হজরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।

মাহফিল বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা ইমতিয়াজ আলম জানান, মাহফিলের দ্বিতীয় দিন বাদ এশা বিশেষ মেহমান হিসেবে বয়ান পেশ করবেন দারুল উলুম দেওবন্দের নাযেমে দারুল ইকামা আল্লামা মনিরুল ইসলাম নকশবন্দি দা.বা.।

কোনো স্বয়ংক্রিয় বিকল্প পাঠ্য উপলব্ধ নেই৷

এছাড়াও, আরো উপস্থিত থাকবেন, চরমোনাই কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মসজিদুল আকবর কমপ্লেক্সের মহাপরিচালক মাওলানা মুফতি দিলাওয়ার হোসাইন, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন।

আজ প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে বয়ান ও আখেরী মুনাজাত করবেন, নায়েবে আমীরুল মুজাহিদীন আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম,।

এছাড়াও আরো উপস্থিত থাকবেন, শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ, আলহাজ্ব ডা. মোখতার হোসাইন, মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিক কুয়াকাটা।

মাহফিলে পবিত্র কুরআন তেলাওয়াত করবেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্বারী শায়খ আহমাদ বিন ইউসুফ আল আযহারী।

মাওলানা ইমতিয়াজ আলম সকলকে মাহফিলে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন, দাওয়াতুননবী সা. মাহফিলে দেশ-বিদেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম উপস্থিত হয়ে মূল্যবান নসীহত করবেন।

নবীজির দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে আমাদেরকে সর্বস্তরে কাজ করতে হবে।  এই চিন্তা থেকে দাওয়াতুননবী মাহফিল বাস্তবায়ন কমিটি প্রতি বছর রাজধানীর গুরুত্বপূর্ণ ভেন্যু ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তাফসিরুল কুরআন মাহফিল আয়োজন করে আসছে।

 

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ