শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


১০ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মাওলানা মুনিরুদ্দীন নকশবন্দী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ মাদানী
দেওবন্দ থেকে
দশ দিনের সফরে বাংলাদেশে আসছেন উপমহাদেশের শ্রেষ্ঠ দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের নাযেমে দারুল ইক্বামা ও পীর জুলফিকার আলী নক্বশবন্দী রহ.-এর সুযোগ্য খলীফা মাওলানা মুনিরুদ্দীন উসমানী নক্বশবন্দী৷

আজ মঙ্গলবার ভারতের স্থানীয় সময় দুপুর একটা বেজে পঁচিশ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বিকেল চারটায় তিনি ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবেন বলে জানা গেছে৷ ঢাকা ও চট্টগ্রামসহ বেশ কয়েকটি জেলায় ইসলামি সম্মেলন ও ইসলাহি মজলিসে অংশগ্রহণ শেষে ফিরবেন আগামী ৪ জানুয়ারি।

জানা যায়, এবার হযরতকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন ঢাকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়া কারিমিয়া আরাবিয়া রামপুরার নাযেমে তালীমাত মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী। সমতে হেমায়েতুল্লাহ সাহেবের অধীনে প্রধান সফর থাকছে ঢাকাতে আগামী কাল বুধবার৷

বাংলাদেশ এয়ারপোর্টে হযরত মুনিরুদ্দীন উসমানী নক্বশবন্দীর অভ্যর্থনায় থাকবেন ঢাকা গুলশান নতুন বাজার "জামিয়া সাঈদিয়া কারীমিয়া"(সাঈদ নগর মাদ্রাসা)-এর সিনিয়র মুদাররিস মুফতী আব্দুল আজীজ কাসেমী, মুন্সিগঞ্জ মারকাযুল কারীম ইসলামী রিসার্চ সেন্টার-এর প্রিন্সিপ্যাল মুফতী ছানাউল্লাহ কাসেমী, গাজীপুর জামিয়াতু উলুমিল ইসলামীয়া এর সিনিয়র মুহাদ্দিস মুফতী জহীরুল ইসলাম কাসেমী৷

হজরতের সফরসূচী:

২৬ ডিসেম্বর মঙ্গলবার: বাংলাদেশে আগমন ও গাজীপুর জামিয়াতু উলুমিল ইসলামীয়ায় অবস্থান৷

২৭ ডিসেম্বর বুধবার:রাতে শাহবাগ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তাফসীরুল কোরআন মাহফিলে বয়ান৷
২৮ ডিসেম্বর বৃহস্পতিবার: নোয়াখালী আজীজুল উলুম মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনে বয়ান৷
২৯ ডিসেম্বর শুক্রবার: চট্রগ্রাম বিভাগীয় মুজাহিদ কমিটির উদ্যোগে ঐতিহাসিক রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দানের ৩ দিন ব্যাপী মাহফিলে বয়ান৷
৩০ ডিসেম্বর শনিবার: ফেনী মডবাড়িয়া মাদ্রাসার দস্তারবন্দী মহাসম্মেলনে বয়ান৷

৩১ ডিসেম্বর রবিবার: সকাল ফেনী জামিয়া রশীদিয়ায় তরবিয়াতি মজলিস ও
রাতে সোনাগাজী ইসলামী মহাসম্মেলনে বয়ান৷
০১ জানুয়ারী সোমবার: জামিয়া ইসলামীয়া সুবাষপুর মুন্সিগন্জ বার্ষিক মাহফিলে বয়ান৷
০২ জানুয়ারী মঙ্গলবার: কুমিল্লা কওমী সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিকইসলামী মহা সম্মেলনে বয়ান৷

০৩ জানুয়ারী বুধবার: সিরাজদিখান, মুন্সিগন্জে তরবিয়াতী ও ইসলাহী সম্মেলন
০৪ জানুয়ারী বৃহস্পতিবার:
সকাল ১০ টায় ঢাকা ত্যাগ৷

সফর ব্যবস্থাপনায়:
মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী
নাজেমে তালীমাত : জামিয়া কারীমিয়া আরাবিয়া রামপুরা ঢাকা।

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ