বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ’র আলোচিত বই 'দাদারাজ্যে যাবার পথে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসমাইল হুসাইন: ভারতের এক হিন্দু ভাষাবিজ্ঞানী ও তার একই ছাদের নিচে বসবাসকারী নানা ধর্মের অনুসারী পরিবারের অভিনব গল্প-কাহিনির বাস্তবচিত্র ‘দাদারাজ্যে যাবার পথে'৷

হালে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বইটির গল্প সবার মুখে ফিরছে৷ বইয়ের বেশকিছু অংশ কিছুদিন আগে ভারত, বাংলাদেশের জাতীয় দৈনিকেও প্রকাশিত হয়৷ তখন থেকেই পাঠকমহলে এর চাহিদা আকাশচুম্বী৷ এবার সেসব এক মলাটে এখন পাঠকদুয়ারে৷

বইটি লিখেছেন ভারতের দারুল উলুম দেওবন্দ ও ঢাকার জামিয়া শারইয়্যাহ মালিবাগের কৃতি ছাত্র, বাঙলা, উর্দু ও হিন্দিভাষার পাঠকনন্দিত সব্যসাচী তরুণ, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহ. প্রতিষ্ঠিত গওহরডাঙ্গা মাদরাসার ফতোয়া ও আরবি সাহিত্য বিভাগের শিক্ষক মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ৷

‘দাদারাজ্যে যাবার পথে' মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ রচিত অনন্য এক জীবনকাহন৷ জীবনটা গল্পের৷ কতো শতো গল্প রোজ দানা বাঁধে মননে৷ ছড়িয়ে থাকে কোনো অচেনা কিংবা চেনা গলিপথের বাঁকে৷ বুকের পাঁজরেও রয়ে যায় অব্যক্ত, অকথিত কখনো বা৷

ক'টাই বা তার প্রকাশিত আমাদের পৃথিবীর চার দেয়ালে! পৃথিবীটা তবু গল্পের হোক৷ মানুষে মানুষে একাকার হোক শুদ্ধ চেতনায়৷ এমনও এক কাহিনির অবলম্বন শুধুই ‘দাদারাজ্যে যাবার পথে'৷ গল্পটির ছত্রে ছত্রে একটাই বার্তা উদ্ভাসিত, নাম রাখা হয়েছে যার ‘মানব-মানবতা'৷

এক নজরে বই
লেখক : মুনশি মুহাম্মাদ উবায়দুল্লাহ
প্রকাশনী : দারুল ইশাআত
প্রচ্ছদ : কাজী যুবাইর
পৃষ্ঠা সংখ্যা :  ৫২
মূল্য : ৬০

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ