শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


আবারও বন্ধ হলো সৌদি-কাতার সীমান্তগেট সালওয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

আবারও বন্ধ হলো সৌদি-কাতার সীমান্ত গেট সালওয়া। সৌদি শুল্ক বিভাগ থেকে প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবার থেকে সালওয়া গেট বন্ধ করে দেয় সৌদি আরব।

গত ৫ জুন কাতারের সঙ্গে উপসাগরীয় চারটি দেশের রাজনৈতিক সংটক শুরু হওয়ার পর দুই সপ্তাহের জন্য বন্ধ রাখা হয় সীমান্তবর্তী গেট সালওয়া।

কিন্তু আগস্টে কাতারি হাজিদের উদ্দেশ্যে আবারও তা খুলে দেয়া হয়। গত মঙ্গলবার পর্যন্ত তা খোলা থাকে।

উল্লেখ্য, উপসাগরীয় দেশ আবর আমিরাত, বাহরাইন, সৌদি আরব ও মিসর কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দানের অভিযোগে অবরোধ কর্মসূচি পালন করে আসছে। কাতার সে অভিযোগ বরাবর অস্বীকার করছে।

সূত্র : ডেইলি সাবাহ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ