শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


অনুষ্ঠিত হলো রিসালাতুল ইসলাম বিডি’র ১ম বর্ষপূর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো রিসালাতুল ইসলাম বিডি’র প্রথম বর্ষপূর্তি। ইউটিউব ভিত্তিক ইসলামের কাজ করা সংস্থাটি ২০১৬ সালের ডিসেম্বর পথচলা শুরু করেছিল।

প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে ১৮ ডিসেম্বর মঙ্গলবার বাদ মাগরিব মুহাম্মদপুর জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকায় আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তারা রিসালাতুল ইসলাম বিডির কার্যক্রম ও মিডিয়ার গুরুত্ব তুলে ধরেন।

বর্তমান যুগের চাহিদা পূরণে এবং ইসলামের বাণী ঘরে ঘরে পৌঁছে দিতে অনলাইন মিডিয়ার বিকল্প নেই। রিসালাতুল ইসলাম বিডি এক বছরের মধ্যেই বিভিন্ন সময়ে সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জামিয়ার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান, শাইখুল হাদীস মাওলানা আবুল বাশার মুহাম্মদ সাইফুল ইসলাম এবং বিশিষ্ঠ হাদীস বিশারদ মাওলানা আব্দুল মতীন।

সভায় রিসালাতুল ইসলামের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এ বি এম হিজবুল্লাহ, জামিয়া রাহমানিয়ার মুহাদ্দিস মাওলানা মামুনুল হক, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শরীফ মুহাম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা মাওলানা ফয়জুল হাসান চৌধুরী, মাওলানা হাবীবুর রহমান খান, মাওলানা যাকারিয়া আব্দুল্লাহ,  মাওলানা মহিউদ্দিন ফারূকী, মাওলানা আবু হাসসান রাইয়ান, মাওলানা আবু সাঈদ যুবায়ের, ইন্জিনিয়ার শামীম আজাদ ও মাওলানা আবু সায়েম।

সভায় মেহমানগণ রিসালাতুল ইসলাম বিডির গতি ও ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার প্রতি জোর দেন এবং উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন রিসালাতুল ইসলাম বিডির পরিচালক মাওলানা তাহমীদুল মাওলা। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন জামিয়ার শ্রদ্ধাভাজন মুরুব্বী মাওলানা ইয়াহইয়া জাহাঙ্গীর।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ