শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


রাজধানীতে নারী পুলিশ সদস্যদের টয়লেট বিড়ম্বনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে পুরুষ ‍পুলিশের পাশাপাশি নারী পুলিশরাও দায়িত্ব পালন করছেন সমানতালে। দায়িত্ব পালনকালে নারী পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।

প্রতিদিন সকাল সাড়ে ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত দুই শিফটে রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণে পুরুষ পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করেন নারী ট্রাফিক পুলিশরাও। এ সময় তারা সবচেয়ে বড় যেই বিড়ম্ভনায় পড়েন সেটা হলো টয়লেট সমস্য।

নারী ট্রাফিক পুলিশরা বলছেন, টানা আট ঘণ্টা রাস্তায় ডিউটি করতে হয়। এ সময় কম করে তিন বার টয়লেটে যেতে হয়। কিন্তু রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত পুলিশের জন্য টয়লেটের কোনও সুব্যবস্থা নেই। সরকারি অফিস, মার্কেট বা কারও বাড়িতে গিয়ে টয়লেট ব্যবহার করতে হয়।

তাও রাতের বেলায় এ সুযোগ থাকে না। কারণ, বিকাল চারটার পর সরকারি অফিস, রাত আটটার পর মার্কেটগুলো বন্ধ হয়ে যায়। তখন আরও বেশি সমস্যায় পড়েন নারী ট্রাফিক পুলিশরা। আবার কেউ কেউ  লজ্জার কারণে এসব টয়লেট ব্যবহার করেন না। তারা টানা আট ঘণ্টা ডিউটি শেষে বাসায় ফিরে গিয়ে টয়লেট ব্যবহার করেন।

রাজধানীর কাকরাইল মসজিদের মোড়ে কর্তব্যরত  নারী সার্জেন্ট কাজল রেখা ও ট্রাফিক কনস্টেবল আইরিন জানায়,  রাস্তায় দায়িত্ব পালনের সময় পাশের জনস্বাস্থ্য প্রকৌশল ভবনের টয়লেট ব্যবহার করতে হয় তাদের। সন্ধ্যার পরে এই সরকারি অফিসটি বন্ধ থাকে।এছাড়াও  শুক্র ও শনিবার ভবনটি বন্ধ থাকে তখন টয়লেটের সমস্যায় পড়েন তারা। তাদের দাবি, জরুরি ভিত্তিতে এই সমস্যার সমাধান হওয়া দরকার।

জরুরি ভিত্তিতে এ সমস্যার উত্তরণ চান তারা। নারী ট্রাফিক পুলিশদের এ সমস্যার বিষয়টি স্বীকার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। তারা বলছে, টয়লেট সমস্যা দূর করতে কাজ চলছে। তথ্যসুত্র: বংলা ট্রিবিউন।

এসএস/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ