শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার

মক্কা-মদীনার বাইরে পৃথিবীর যে সব দেশে সাহাবীদের কবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রেজাউল হাসান

হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সম্মানিত সাহাবীগণ শুধুমাত্র ইসলাম গ্রহণই করেননি ইসলাম গ্রহণ করে প্রয়োজনীয় ইলম অর্জন করে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে দ্বীনের ডাকে ছড়িয়ে পড়েছিলেন আপন ভূমি থেকে দেশ-দেশান্তরে।

দাওয়াত ও জিহাদের পথে ঘরবাড়ি ছেড়ে নিজেদের উৎসর্গ করেছিলেন।সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। তাদের অপরিসীম ত্যাগের বিনিময়েই বিশ্বব্যাপী ইসলামের নিশান উড্ডিন হয়েছে।

দীনের পথে বেরিয়ে পড়ে আজীবন সংগ্রাম করে অনেকেই নিজ মাতৃভুমি ছেড়ে মৃত্যুবরণ করেছেন অন্যত্র। শায়িতও হয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। চলুন জেনে নেই পৃথিবীর কোথা কোথায় কোন সাহাবী রাদিয়াল্লাহু আনহুমগণের পবিত্র এখনো বিদ্যমান।

হযরত উকবা ইবনে নাফে রা.-এর কবর আলজিরিয়ায়। হযরত আবুল বাকা আনসারী রা.-এর কবর তিউনিসে। হযরত রুয়াইফা আনসারী রা.-এর কবর লিবিয়ায়। হযরত আবদুর রহমান রা.-এর কবর উত্তর আফ্রিকায়। হযরত মা’বাদ ইবনে আব্বাস রা.-এর কবর উত্তর আফ্রিকায়। হযরত বারা ইবনে মালেক রা.-এর কবর তাসতাবে। হযরত নোমান আলমুযানী রা.-এর কবর নেহাওয়ান্দে।

হযরত আবু রাফে রা.-এর কবর খোরাসানে। হযরত আবদুর রহমান ইবনে সামুরা রাহ.- এর কবর খোরাসানে। হযরত আবু আইউব আনসারী রা.-এর কবর ইস্তাম্বুলে। হযরত আবু তালহা আনসারী রা.-এর কবর বোহায়রা রোমে। হযরত ফযল ইবনে আব্বাস রা.-এর কবর সিরিয়ায় হযরত খালিদ ইবনে ওয়ালিদ রা.-এর কবর হিমসে। হযরত বিলাল হাবশী রা.-এর কবর দামেশকে।

হযরত আবুদ্দারদা রা.-এর কবর জর্ডানে। হযরত জাফর ইবনে আবী তালিব রা.-এর কবর মোতায়। হযরত আবদুল্লাহ ইবনে রওয়াহা রা.-এর কবর জর্ডান নদীর পাশে। হযরত মুআয ইবনে জাবাল রা.-এর কবর জর্ডানের এক পাহাড়ে। হযরত যিরার ইবনুল আযওয়ার রা.-এর কবর জর্ডানের এক পাহাড়ে।

হযরত উবাদা ইবনুছ ছামেত রা.-এর কবর জর্ডানের এক পাহাড়ে। হযরত আবু যামআহ রা.-এর কবর তিউনিসে। হযরত কুছাম ইবনে আব্বাস রা.-এর কবর সমরকন্দে। হযরত আমর ইবনে মাদিকরিব রা.-এর কবর নেহাওয়ান্দে।

৫০ হিজরীতে হযরত মুহাম্মাদ ইবনে আবী ছগরা রা. কাবুলের রাস্তা হয়ে পেশাওয়ার এবং পেশাওয়ার থেকে লাহোর হয়ে কেলাত পর্যন্ত পৌঁছেছিলেন। কেলাতের পাহাড়ে আজও সাতজন সাহাবী-তাবেয়ীর কবর আছে। 

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ