শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ফার্মগেটে কুতুববাগের ওরশ প্রস্তুতি পণ্ড করল ডিএনসিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেশ কয়েক বছর ধরেই রাজধানীর ব্যস্ততম শহর ফার্মগেট আনোয়ারা পার্কে অবৈধভাবে ওরশ করে আসছিলো কুতুববাগ দরবার কর্তৃপক্ষ। এতে করে দীর্ঘদিন পর্যন্ত সৃষ্ট বাড়তি যানজটের কবলে ভোগান্তিতে পড়তে হতো পথচারী ও নগরবাসীকে।

গতবছর বিষয়টি নজরে এলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ওরশ করতে বাধা দেয়। পরবর্তীতে ওরশ কর্তৃপক্ষ ভবিষ্যতে আর আনোয়ার পার্কে ওরশ করবে না এমন শর্তে গতবছর অনুমতি দেয়া হয়।

কথা ছিলো এবছর থেকে তারা ঢাকার বাইরে ওরশ করবে। কিন্তু পূর্বানুমতি ছাড়াই এবছরও ফার্মগেট আনোয়ার পার্কেই ওরশ করার প্রস্তুতি নিচ্ছিল কুতুববাগ দরবার শরীফ।

প্রস্তুতির অংশ হিসেবে আনোয়ারা পার্কের ভেতর অস্থায়ী মঞ্চ তৈরিতে বাঁশ ও বিভিন্ন সরাঞ্জমাদি রাখা হয়েছিল।

বিষয়টি ডিএনসিসি’র নজরে এলে আজ রোববার ১৭ ডিসেম্বর সকালে সিটি অঞ্চল ৫ এর নির্বাহী কর্মকর্তা অজিয়র রহমানের নেতৃত্বে একটি টিম ঘটনা স্থলে গিয়ে কুতুববাগ দরবার শরীফের সমস্ত জিনিসপত্র জব্দ করে নিয়ে যান। একই সঙ্গে এখানে ওরশ করা যাবে না বলে তাদের আগের শর্ত মনে করিয়ে দেন।

অভিযানের বিষয়ে অজিয়র রহমান গণমাধ্যম কর্মীদের বলেন, ওরশ কর্তৃপক্ষ গত বছর কথা দিয়েছিল, এই ওরশ ঢাকার বাইরে করবে। কিন্তু এবারও তারা অনুমতি ছাড়া ওরশ করতে যাচ্ছিল বলে আমরা সব সরিয়ে নিয়ে যাচ্ছি।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ