শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


প্রতিশ্রুতি ভঙ্গ করে ফার্মগেটে কুতুববাগের ওরস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রয়াত মেয়র আনিসুল হকের কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করছে না রাজধানীর ফার্মগেটের কুতুববাগ দরবার শরীফ। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ এবারও ফার্মগেটের আনোয়ারা পার্কে আয়োজন করছে বার্ষিক ওরস।

স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর ওরস আয়োজন করে মাসখানেক পার্কটি দখলে রাখে এই প্রতিষ্ঠান। এতে পার্কের পরিবেশ মারাত্মকভাবে বিনষ্ট হয়।

আনোয়ারা পার্কে কয়েক বছর ধরে বার্ষিক ওরসের আয়োজন করে আসছে কুতুববাগ দরবার শরীফ। পার্কের পরিবেশ নষ্টের কথা চিন্তা করে গতবছর বাধা দিয়েছিলেন ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক। পরের বছর থেকে অন্য স্থানে সরিয়ে নেয়ার অঙ্গীকার করলে স্বল্প পরিসরে ওরস করার অনুমতি দিয়েছিলেন তিনি।

কিন্তু আনিসুল হকের মৃত্যুর পর সেই প্রতিশ্রুতি না মেনে এবারও ওই পার্কেই ওরসের আয়োজন করছে কুতুববাগ দরবার। ওরস অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ২৫ ও ২৬ জানুয়ারি, কিন্তু এখন থেকেই কাজ শুরু করেছে তারা।

ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এ ওরসের বিরোধিতা করে আসছেন আনোয়ার পার্কসংলগ্ন মসজিদের ইমাম মাওলানা মো. তাবারক হোসেন।

কিন্তু কতুববাগ দরবার শরীফের পক্ষ থেকে বলা হচ্ছে, আইন মেনে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অনুমতি নিয়েই তারা ওরসের আয়োজন করেন। এবারও পার্কটি ব্যবহারের জন্য সিটি কর্পোরেশনের কাছে আবেদন করেছেন।

তবে এতে লিখিত আপত্তি জানিয়েছেন স্থানীয় ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান।

আপত্তি জানানোর পাশাপাশি পার্কের পরিবেশ ফিরিয়ে আনতে শুষ্ক মৌসুমেই সৌন্দর্যবধনের কাজ শুরু হবে বলে জানন এই কাউন্সিলর।

সূত্র: চ্যানেলআই

https://www.youtube.com/watch?time_continue=126&v=YXfvs0IJqVw


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ