শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


উত্তরে সরকার দলীয় প্রার্থীকে বিজয়ী করতে তফসিল ঘোষণায় গড়িমসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওঃ শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, নির্বাচন কমিশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করার জন্য তফসিল ঘোষণায় গড়িমসি করছে।

তিনি বলেন, সরকারদলীয় প্রার্থী চূড়ান্ত ও বিজয়ী করার ক্ষেত্র তৈরী করে অল্প সময় হাতে রেখে তারপর তফসীল ঘোষণা করার পাঁয়তারা করা হচ্ছে। যাতে অন্যান্য প্রতিদন্দি প্রার্থীরা মাঠে নামতে না পারে।

শেখ মাসউদ বলেন, বিগত নির্বাচনের ন্যায় আবারও যদি তামাশার নির্বাচন দেয়া হয় তাহলে নাগরবাসী তা প্রত্যাখ্যান করবে।

গতকাল বুধবার ঢাকা সিটি উত্তরের ভাটারাস্থ আস সাঈদ মিলনায়তনে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

ঢাকা নগরীকে বিশ্বের মেগা সিটিগুলোর একটি। এর বর্তমান নাগরিক সংখ্যা আয়তনের বিবেচনায় ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি। সাথে সাথে চিন্তার বিষয় হলো, বসবাসকারী নাগরিকের সংখ্যা জ্যামেতিক হারে বেড়ে চলছে। সে তুলনায় বাড়ছে না নাগরিক সুবিধা।

ঢাকা উত্তর সিটিতে তুলনামূলকভাবে অভিজাত জনগোষ্ঠির অধিক বসবাস হলেও এখানে নাগরিক সুবিধা অপ্রতুল। প্রয়াত মেয়র কিছু কাজ করলেও জনপ্রত্যাশার কাছে তা খুবই নগন্য।

কুড়িল বিশ্ব রোড থেকে রামপুরা পর্যন্ত বসবাসকারীরা বলতে পারবেন ঢাকা শহরে বসবাসে কত সুখ(!)। মাস নয় বছরের পর বছর তারা ভুগছেন, দেখার কেউ নেই। কাজেই এর অবসান করতে নগরবাসিকেই এগিয়ে আসতে হবে। জনবান্ধব নগরপতি নির্বাচনের মাধ্যমে কেবল এর সুরাহা হতে পারে। সময় আসছে সিদ্ধান্ত নেয়ার।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাঈদনগর হাউজিং এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মুহাম্মাদ আবু সাইদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আলহাজ্ব আলমগীর হোসাইন, হাজী মুহাম্মদ আলা উদ্দীন, মুফতী মাছউদুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক ডা. মু সিরাজুল ইসলাম, এ্যাড. ইয়াসিন হায়দার, প্রকৌশলী কামরুল ইসলাম, হাজী রাজ খাঁন, মোল্লা জহির, ব্যবসায়ী রিপন তালুকদার, সমাজসেবক মিজানুর রহমান চৌধুরী, শিহাব উদ্দিন প্রমুখ।

অধ্যক্ষ মাসউদ আগামী ১৫ ডিসেম্বর ইসলামী আন্দোলন ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত পুরানা পল্টনে বিজয় দিবসের আলোচনা সভা সফল করতে সকলের প্রতি আহবান জানান।

এসএস/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ