শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ইমামে রব্বানী হযরত রশিদ আহমদ গাঙ্গুহী রহ. এর অমুল্য নসীহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  কুতুবুল আলম, ইমামে রব্বানী হযরত মাওলানা রশীদ আহমদ গাঙ্গুহী রহ.  এর অমুল্য নসীহত
০১. নিজেকে ছোট মনে করো।
০২. সৃষ্টিজীবের সাথে নম্র আচরণ করো এবং তাদের কষ্ট বরদাশত করো।
০৩. কোমল ও সুন্দর আচরণ করো এবং রাগ-গোস্বা ছেড়ে দাও।
০৪. অন্যের মতামত কে প্রাধান্য দাও।
০৫. ক্ষমাশীল ও দয়াবান হও।

০৬. দান-সদকা করো।
০৭. সর্বদা হাস্যোজ্জল থাকো।
০৮. সবার সাথে সহজ আচরণ করো।
০৯. লোকদেখানো মানসিকতা বর্জন করো।
১০. আল্লাহর উপর ভরসা করো।

১১. অল্পে তুষ্ট থাকো।
১২. পরহেজগারী অবলম্বন করো।
১৩. তর্ক-বিতর্ক ও ঝগড়া-বিবাদে জড়াবেনা।
১৪. হিংসা-বিদ্বেষ ও দম্ভ করো না।
১৫. মানুষ তোমাকে সম্মান করুক এমন আশা করো না।

১৬. ধৈর্য ও সহিষ্ণুতা বজায় রাখো। সবার সাথে মুহাব্বত ও ভালোবাসার সঙ্গে থাকো।
১৭. যে তোমার উপকার করে তার প্রতি কৃতজ্ঞ থাকো।
১৮. প্রতিবেশীর হক্ব আদায় করো।
১৯. মানুষের সঙ্গে এমন আচরণ করো যেমন আচরণ তুমি আশা করো।

এইচজে


সম্পর্কিত খবর