বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


জিততে পারেন পুরস্কার! লিখতে পারেন বইমেলার বইয়ে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি দলগুলো ভাঙে কেনো! কারণ কী! এ ভাঙন রুখতে হলে, সিয়াসি ময়দানে টিকতে হলে কী করা উচিত আর কী করা উচিত নয়; এ নিয়ে আপনার কাছে থাকতে পারে চমৎকার কোনো আইডিয়া।

আপনিও দিতে পারেন মানানসই কোনো পরামর্শ। হতে পারে সেটা ইসলামি রাজনীতিবিদদের জন্য টিকে থাকার টনিক। লিখে ফেলুন ঝটপট। পাঠিয়ে দিন আমাদের কাছে, ৩০ ডিসেম্বর, ২০১৭'র আগেই। সেরা তিন লেখক পাবেন নগদ অর্থ পুরস্কার।

১ম পুরস্কার নগদ ১০, ০০০টাকা!
২য় পুরস্কার নগদ ৬, ০০০ টাকা!
৩য় পুরস্কার নগদ ৪,০০০ টাকা!

এছাড়া, সেরা দশটি লেখা প্রকাশিত হবে ফেব্রুয়ারি বইমেলায়, বই'র মোড়কে। তার মানে আপনার সামনে সুযোগ আছে, আপনিও হয়ে উঠতে পারেন বইমেলায় প্রকাশিত একটি বইয়ের গর্বিত লেখক।

নিয়মাবলি

-লেখার সাথে নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য সূত্র উল্লেখ থাকতে হবে।
- বিষোদগারমূলক লেখা গ্রহণ করা হবে না।

- লেখাটিকে ৩০০০-৫০০০ শব্দের ভেতর রাখবার চেষ্টা করতে হবে।
- ভূমিকা ব্যাখ্যা বিস্তারিত বর্ণনা দলিল ও সার সংক্ষেপসহ সম্ভাবনা ও সমাধান লিখতে হবে।
- লেখার টাইম লাইন হতে পারে ১৯৭১-২০১৭ , ইসলামি আন্দোলনের উত্থান পতনের ইতিহাস।

- ইমেইলে লেখা পাঠাতে হবে। বিজয় কীবোর্ডে সুতন্নি এমজে ফন্টে লিখতে পারলে ভাল। সমপর্যায়ের ফন্টের লেখাও গৃহিত হবে।

- অন্যের লেখা কপি বা অনুলিপি গ্রহণযোগ্য হবে না।
- ৩১ ডিসেম্বর ২০১৭ বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
- কর্তৃপক্ষের সিদ্ধান্তই ফাইনাল বলে বিবেচিত হবে।

লেখা নিরীক্ষণে থাকবেন জনাব রশিদ জামিল এবং আবুল কালাম আজাদ। সার্বিক দিক নির্দেশনায় আহমাদ আবু সুফিয়ান। সার্বিক খেদমতে রয়েছেন বিশিষ্ট আলেম ও গবেষক খতিব তাজুল ইসলাম।

লেখা পাঠানোর ঠিকানা: bokharasyl@gmail.com


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ