শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


কেনিয়াতে সুবিধাবঞ্চিত মুসলিমদের বিয়ের ব্যবস্থা করছে এনজিও প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মাঈন উদ্দিন
আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ-পশ্চিম কেনিয়ার মালিন্ডিতে সুবিধাবঞ্চিত মুসলমানদের বিয়ের ব্যবস্থা করছে এনজিও প্রতিষ্ঠান।

এ ব্যাপারে শারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল, কেনিয়া হিউম্যানিটেরিয়ান এবং চ্যারিটি অরগানাইজেশন মালিন্ডি কিলিফি’র সাথে মিলে কাজ করছে ইউএই ইডি। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে মালিন্ডি তাওফিক মুসলিম ইউথ।

মালিন্ডি তাওফিক মুসলিম ইউথ’র চেয়ারম্যান আহমাদ আবাউদ দা কেনিয়া স্টারকে বলেন, “অনেক যুবক বিয়ে করতে চাচ্ছে, অনেকে তিন বৎসর যাবত অপেক্ষা করছে কিন্তু অর্থের অভাবে বিয়ে করতে পারছে না।”

তিনি আরো বলেন: “দাতারা ৯০০’র বেশি লোকের খাবারের ব্যবস্থাসহ বিয়ের যাবতীয় খরচ বহন করছেন।”

৯ ডিসেম্বর  ভারত মহাসাগরের উপকূলের নিকটবর্তী মালিন্ডির তাহদীদ মুসলিম একাডেমিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ২০ মুসলিম  ‍যুগলের বিয়ের অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এনজিও প্রতিষ্ঠান দেনমহর, বিছানাপত্র, হাড়ি-পাতিলের ব্যবস্থা করে থাকে। এমনকি নতুন পরিবারের ব্যবসার জন্য মূলধনের ব্যবস্থাও করে তারা।

সূত্র: এবাউটইসলাম/আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ