শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


অনলাইনে মার্কিন তরুণীর কুরআন হেফজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ 
ডেস্ক

সৌদি আরবের রাজধানী জেদ্দা শহরের সামাজিক সেবামূলক সংগঠন ‘খাইরুকুম’-এর অনলাইন কুরআন শিক্ষা প্রোগ্রামের মাধ্যমে এক মার্কিন তরুণী পুরো কুরআন মুখস্ত করেছেন।

আমেরিকান ওই তরুণীর নাম ইয়াফা উয়ুনাত । ওই তরুণী বাবার সাথে উমরাহ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কায় গেলে, সেখানে জেদ্দার সামাজিক সেবামূলক সংগঠন ‘খাইরুকুম’ তার হাতে সার্টিফিকেট তুলে দেয়।

ওই তরুণী জেদ্দা শহরে পৌঁছে অনলাইন প্রোগ্রামের শিক্ষিকার কাছে কুরআনুল কারিমের শেষ অংশ মুখস্থ করে শোনায়।

‘খাইরুকুম’ নামক সামাজিক সেবামূলক এই সংগঠনের প্রশংসা করে মার্কিনী তরুণী বলেন, অনলাইনে কুরআন মুখস্থ করার এই আয়োজন খুবই চমৎকার ছিল। আমার এবং অন্যন্য সকল শিক্ষার্থীদের জন্য উপকারী একটি কোর্স ছিল। আমি ‘খাইরুকুম’ এর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।

‘খাইরুকুম’ নামক এই সংগঠন ১৯৯৬ সাল থেকে প্রায় ১০০ দেশের ৭৫০ হাজার শিক্ষার্থীকে কুরআনুল-কারিম শিক্ষা দিয়েছে বলে জানা গেছে।

সূত্র : সাবক অরগানাইজ/আরএম

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ