বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


শেষ হলো কক্সবাজার জেলা ইজতিমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি
আমিন আমিন ধ্বনিতে মুখরিত হলো দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার। চিরচেনা পরিবেশ পাল্টে নানা শ্রেণি পেশার মুসল্লীদের পদভরে মুখরিত ছিল সৈকতের আশপাশ।

আজ দুপুর ২টার দিকে মুসলিম উম্মাহর সম্মান রক্ষা, শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে তিন দিনব্যাপী কক্সবাজার জেলা ইজতিমা।

এবারের ইজতিমা থেকে প্রায় ৪৭টি জামাত আল্লাহর রাস্তায় বের হয়েছে বলে জানিয়ে একটি বিশ্বস্ত সূত্র।

মোনাজাতের আগে হেদায়তি বয়ান করেন কাকরাইল মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক মাওলানা মনির বিন ইউসুফ এবং আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মারকাযের মাওলানা মোশাররফ হোসাইন।

প্রসঙ্গত, দাওয়াতে তাবলীগের মেহনতকে দেশের আনাচে-কানাচে ছড়িয়ে দিতে, আরো বেগবান করতে জেলা পর্যায়ে ইজতিমা চালু হয়েছে। এরই ধারবাহিকতায় গত ৩ বছর ধরে কক্সবাজারে জেলা ইজতিমা হয়ে আসছে।

এইচ/জে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ