মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৭ শাওয়াল ১৪৪৫


‘৭ মার্চের’ পর ইউনেসকোর স্বীকৃতি পেল বাংলাদেশের শীতলপাটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের গ্রামিণ ঐতিহ্য শীতলপাটিকে স্বীকৃতি দিয়েছে ইউনেসকো। বিশ্ব নির্বস্তুক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্বীকৃতি দেয়া হয়েছে শীতলপাটিকে।

বুধবার (০৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ইউনেসকোর পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।

গত সোমবার থেকে দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপে শুরু হওয়া ইউনেস্কোর নির্বস্তুক সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণের আন্তঃরাষ্ট্রীয় কমিটির ছয় দিন ব্যাপী বৈঠকের তৃতীয় দিন বুধবার এ ঘোষণা দেয়া হয়।

এর আগে গেল অক্টোবরে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি দেয় সংস্থাটি।

শীতল পাটি বাংলাদেশের গ্রামাঞ্চলে সর্বত্রই দেখা যায়। বিয়েতে মেয়েকে শীতলপাটির দেয়ার রেওয়াজ রয়েছে। বাংলার মেয়েরা শীতলপাটি বানানোর সময় নানারকম নকশি এঁকে থাকেন। ভেতরে সুন্দর করে বিভিন্ন ছন্দও লিখেন বেতের কারুকার্যে।

ইউনেস্কোর স্বীকৃতি পেল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ