শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


শেখ হাসিনাকে বোন সম্বোধন করলেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বোন’ সম্বোধন করেছেন।

দ্বিপক্ষীয় আলোচনা শেষে তিনি শেখ হাসিনাকে ‘বোন’ বলে সম্বোধন করেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব এম শহিদুল হক।

সোমবার কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শেষে ‘শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী বলেন, আপনি শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, আপনি আমার বোনও। আপনাকে আমি আমার বোন হিসেবে সম্বোধন করলাম।’

পররাষ্ট্র সচিব বলেন, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন যখন শেখ হাসিনাকে বোন বলে সম্বোধন করেন, তখন তাকে খুবই আবেগাপ্লুত মনে হচ্ছিল।

তিনি বলেন, আমি আমার জীবনে কখনো কোন আনুষ্ঠানিক বৈঠকে এভাবে কাউকে বোন বলে সম্বোধন করতে শুনি নি।

পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে ‘ভাই’ বলে সম্বোধন করেন।

তিনি বলেন, এশিয়ার এ দু’টি দেশের মধ্যে এ যেন একটি বিশেষ সম্পর্ক এবং এ সম্পর্ক আগামীতে বিভিন্ন ভাবে আরো এগিয়ে যাবে।

শহীদুল হক বলেন, দুই নেতার এই নতুন সম্পর্কের কারণে দু’দেশের মধ্যে সম্পর্ক একটি নতুন মাত্রায় পৌঁছে গেছে। বাংলাদেশ সফর করে ঢাকা সম্পর্কে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর একটি বিশেষ ধারণার জন্ম নিয়েছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ