শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটে অংশগ্রহণে আলজেরিয়ার অস্বীকৃত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটে যোগদানে অস্বীকৃতি জানিয়েছে আলজেরিয়া। বিপরীতে ইরান-সিরিয়া জোটকে সমর্থন জানিয়েছে।

গতকাল বুধবার দ্য আলজেরিয়া ডেইলিতে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক সংকট মোকাবেলায় সৌদি আরব একটি সামরিক জোট করেছে। যা প্রধানত সুন্নি প্রধান দেশগুলো নিয়ে গঠিত।

পত্রিকায় আলজেরিয়ার উর্ধ্বতন সামরিক কর্মকর্তা কর্নেল আবদুল হামিদ আল শারিফের মন্তব্য উদ্ধৃত করেছে। তিনি বলেছেন, এ জোট আগ্রাসী। যা অত্র অঞ্চলে সংঘাত ছড়িয়ে দিচ্ছে। আলজেরিয়া সংঘাত থেকে দূরে থাকতে চায়।

তিনি আরও বলেন, ‘সামরিক জোটের উদ্দেশ্য যদি সদস্য দেশের আত্মরক্ষা হতো আলজেরিয়া তার সদস্য হতো। কিন্তু তাদের উদ্দেশ্য অন্য মুসলিম দেশকে আক্রমণ করা। আলজেরিয়া যাতে অংশ নিতে পারে না।

তবে নিরাপত্তা বিশ্লেষকক আহমদ আজমি মনে করেন, পশ্চিমা সামরিক জোটের অংশ হওয়ায় আলজেরিয়া সৌদি সামরিক জোটে অংশ নিচ্ছে না।

উল্লেখ্য, ১৪ ডিসেম্বর ২০১৫ সৌদি আরব সন্ত্রাস বিরোধী সামরিক জোট ঘোষণা করে। এতে তুরস্ক, পাকিস্তান, মিসর, মালয়েশিয়া, বাংলাদেশসহ ৪১টি দেশ অংশগ্রহণ করে।

সূত্র : মিডলইস্ট মনিটর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ