বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


ফিলিস্তিনীদের অধিকার বাস্তবায়নে সহায়তা করবে রাশিয়া: পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজেদের ভাগ্য নির্ধারণের ব্যাপারে ফিলিস্তিনীদের অধিকারকে সমর্থন জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বার্তা সংস্থা রিয়া-নোভস্তি জানিয়েছে, আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষ্যে এক অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট পুতিন এই মন্তব্য করেন।

ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে লেখা ওই অভিনন্দন বার্তায় পুতিন বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রাশিয়া ফিলিস্তিনীদের অধিকার বাস্তবায়নে সহায়তা করবে। ফিলিস্তিনীরা যেন নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করতে পারে, তাদের সেই অধিকার কাজে লাগানোর প্রতি গুরুত্বারোপ করেন রুশ প্রেসিডেন্ট।

রুশ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে পাঠানো অভিনন্দন বার্তায় আরও বলেন, ফিলিস্তিনীদের মাঝে বিভাজন তৈরির ষড়যন্ত্র মোকাবেলা করার বিশেষ গুরুত্ব রয়েছে। একইসঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে ফিলিস্তিন সমস্যার সমাধানের উপর প্রতিশ্রুতিবদ্ধ থাকা উচিত বলেও অভিনন্দন বার্তায় উল্লেখ করেন তিনি।

পুতিন গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে চলমান উত্তেজনাসহ মধ্যপ্রাচ্যে সন্ত্রাসীদের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলা করার ওপরও গুরুত্বারোপ করেন।

রুশ প্রেসিডেন্ট ফিলিস্তিনীদের মাঝে জাতীয় ঐক্য ফিরিয়ে আনার প্রচেষ্টার প্রতি সমর্থন ঘোষণা করেন এবং ফিলিস্তিনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির ব্যাপারে মস্কোর আগ্রহের কথাও জানান।

১৯৭৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ২৯ নভেম্বরকে "আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস" হিসেবে ঘোষণা করে।

সূত্র: ইকনা


সম্পর্কিত খবর