শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


পারসন অব দ্য ইয়ার দৌড়ে সবার উপরে প্রিন্স মুহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবিদ আনজুম: চলতি বছর টাইম ম্যাগাজিনের পারসন অব দ্য ইয়ার নির্বাচনের দৌড়ে এগিয়ে আছেন সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমান। গত বছর পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ড্রোনাল্ড ট্রাম্প।

প্রতিবছর টাইম কর্তৃপক্ষের বিবেচনায় বিশ্বনেতৃবৃন্দ, প্রেসিডেন্ট, আন্দোলনকারী, মহাকাশচারী, তারকাসহ নানা বিষয় থেকে সেরা ব্যক্তিত্ব বেছে নেওয়া হয়। কর্তৃপক্ষের সিদ্ধান্তের পাশাপাশি পাঠকদের ভোটও এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখে।

চলতি বছরের পারসন অব দ্য ইয়ার নির্বাচনের ভোটিং শুরু হয় গত সপ্তায়। এখন পর্যন্ত ১৪ শতাংশ ভোটিংয়ে সবার উপরে অবস্থান করছে প্রিন্স মুহাম্মদ। সম্প্রতি সৌদি আরবের বেশ কিছু আইন ও উদ্যোগ নিয়ে ব্যাপক আলোচনায় আসেন।

১৯২৭ সাল থেকে এ অ্যাওয়ার্ড দিয়ে আসছে বিখ্যাত টাইম ম্যাগাজিন। অ্যাওয়ার্ডটি এমন একজন ব্যক্তিকে দেয়া হয় ‍যিনি পুরো বছর নানা বিষয়ে আলোচনা ছিলেন।

ভোটে দ্বিতীয় অবস্থানে রয়েছে হ্যাষট্যাগ #MeToo। ২০০৭ সালে টুইটারে শুরু হওয়া এ আন্দোলনে নির্যাতিতরা নিজেদের কথা তুলে ধরে এ হ্যাষট্যাগের মাধ্যমে।

সূত্র: ডেইলি পাকিস্তান

‘আমি নিজের স্বপ্নগুলো নিজে দেখে যেতে চাই এজন্য কাজে তাড়াহুড়া করছি’

Saudi Arabia's millennial crown prince leading Time's 'Person of the Year' poll


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ